সংবাদদাতা, আলিপুরদুয়ার: বিভিন্ন দাবিতে আলিপুরদুয়ারে শুক্রবার শেষ হল কংগ্রেসের খালি পায়ে চার দিনের ওয়ার্ডভিত্তিক র্যালি। এদিন পুরসভার ৬ নম্বর ওয়ার্ড দিয়ে শুরু হয় এই পদযাত্রা। ৪, ১৬ ও ১৭ নম্বর ওয়ার্ড ছুঁয়ে পদযাত্রা শেষ হয় ২০ নম্বর ওয়ার্ডে গিয়ে। শহরে বাড়ি বাড়ি পানীয় জল প্রকল্প চালু, বর্ষায় জল নিষ্কাশনের মাস্টার প্ল্যানের পরিকল্পনা ও বকেয়া বৃদ্ধ ভাতা দেওয়ার দাবিতে কংগ্রেস এই পদযাত্রার কর্মসূচি নেয়। এদিন পদযাত্রায় অংশ নেয় জেলা কংগ্রেস সভাপতি তথা ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার শান্তনু দেবনাথ, জেলা মহিলা কংগ্রেস সভানেত্রী কৃষ্ণা সরকার প্রমুখ।