• ছোট শালবাড়িতে ১০ বিঘা গাঁজা খেত নষ্ট করল পুলিস
    বর্তমান | ০১ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, শীতলকুচি: শুক্রবার শীতলকুচি থানার অন্তর্গত ছোট শালবাড়ি চর এলাকায় অবৈধ গাঁজা চাষ রুখতে অভিযানে নামে পুলিস। মাথাভাঙার অতিরিক্ত পুলিস সুপার সন্দীপ গড়াইয়ের নেতৃত্বে দিনভর অভিযান চলে। পুলিস জানিয়েছে, এদিন প্রায় ১০ বিঘা গাঁজা খেত কেটে পুড়িয়ে দেওয়া হয়েছে। অভিযানে এএসপি ছাড়াও ছিলেন মাথাভাঙার সার্কেল ইন্সপেক্টর অজয়কুমার মণ্ডল, শীতলকুচি থানার ওসি এন্থনি হোরো সহ অন্য পুলিস আধিকারিকরা। এএসপি জানান, মহকুমার বিভিন্ন এলাকায় গাঁজা চাষ হয়েছে। ওই এলাকাগুলি চিহ্নিত করে নিয়মিত অভিযান চালানো হচ্ছে।
  • Link to this news (বর্তমান)