• সীমান্তে বাংলাদেশ ভূখণ্ডে অবৈধ নির্মাণ, রুখে দিল বিএসএফ
    বর্তমান | ০১ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, মেখলিগঞ্জ: আন্তর্জাতিক সীমান্তে অবৈধ নির্মাণ রুখতে কড়া মনোভাব নিয়েছে বিএসএফ। বাংলাদেশি নাগরিক এবং বিজিবি’র পক্ষ থেকে সীমান্ত এলাকায় অবৈধ নির্মাণ চলছিল। শুক্রবার বিষয়টি প্রকাশ্যে আসতেই তীব্র আপত্তি তোলে বিএসএফ। বিএসএফের তীব্র বিরোধিতার পর কাজ বন্ধ করে দিতে বাধ্য হয় বিজিবি। 


    ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী সূত্রে জানা গিয়েছে, কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লক সংলগ্ন আন্তর্জাতিক সীমান্তে সম্প্রতি অবৈধ নির্মাণ কাজ বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করে সীমান্তের ১৫০ গজের মধ্যে বাংলাদেশ এলাকায় বিজিবি ও সেদেশে নাগরিকরা বাড়ি সহ নানা অবৈধ নির্মাণ কাজ করে আসছে। এদিন সীমান্তের দহগ্রাম আঙ্গরপোঁতা এলাকায় সেন্ট্রি পোস্ট বাঙ্কার নির্মাণের ঘটনা প্রকাশ্যে আসে। যেটি বিজিবি’র পক্ষ থেকে সীমান্তের ১৫০ গজের মধ্যে নির্মাণ করা হচ্ছিল। বিষয়টি জানতে পেরে সঙ্গে সঙ্গে ময়দানে নামে বিএসএফ। পরবর্তীতে বিএসএফের তীব্র বিরোধিতার মুখে পড়ে কাজটি বন্ধ করে দিতে বাধ্য হয় বিজিবি। 


    বিএসএফ সূত্রে আরও জানানো হয়েছে, মেখলিগঞ্জ ব্লকের ফুলকাডাবরি সীমান্তের ১৫০ গজের মধ্যে গড়ে তোলা হচ্ছিল বেশকিছু অবৈধ বাড়ি। বিএসএফের প্রবল আপত্তিতে সেই নির্মাণ কাজও বন্ধ করতে হয় বাংলাদেশকে। গত সপ্তাহেও কুচলিবাড়ি এলাকায় দু’টি বাড়ি অবৈধভাবে নির্মাণের চেষ্টা করেছিল বাংলাদেশিরা। সেই নির্মাণকাজও আটকে দিয়েছে বিএসএফ। 


    বিএসএফের উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের আইজি সূর্যকান্ত শর্মা বলেন, সীমান্তে কোনও বেআইনি নির্মাণ বরদাস্ত করা হবে না। বেআইনি কার্যকলাপ নজরে এলেই সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেওয়া হচ্ছে। বাংলাদেশিরা অবৈধ নির্মাণ এবং চোরাচালানের চেষ্টা করছে। কিন্তু বিএসএফ সর্বদা সজাগ রয়েছে।
  • Link to this news (বর্তমান)