• ছোট শালবাড়িতে বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যু
    বর্তমান | ০১ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, শীতলকুচি: শুক্রবার এক বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ায় শীতলকুচি ব্লকের ছোট শালবাড়ি গ্রাম পঞ্চায়েতের পেটলা নেপরা গ্রামে। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম খগেন্দ্রনাথ বর্মন (৬০)। মৃতের ছেলে সাগর বর্মন বলেন, সকালে বাবা ঘুম থেকে উঠে জমির কাজকর্ম সেরে বাড়িতে আসেন। কিছুক্ষণ পর তাঁকে ডাকতে ঘরে ঢুকলে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। বাবা মানসিক ভারসাম্যহীন ছিলেন। এর আগেও আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন। শীতলকুচি থানার ওসি এন্থনি হোরো জানিয়েছেন, দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাথাভাঙা মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে।
  • Link to this news (বর্তমান)