কুকুর ছানা পিষে দেওয়ার ভিডিও আপলোড, অভিযুক্তকে খুঁজছে পুলিস
বর্তমান | ০১ ফেব্রুয়ারি ২০২৫
সংবাদদাতা, ময়নাগুড়ি: ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে বেশি ভিউ পাওয়ার আশা থাকে অনেকেরই। এমনই ভিডিও তুলে পুলিসের নজরে এক যুবক। কী সেই ভিডিও? প্রচণ্ড গতিতে বাইক ছুটিয়ে কুকুর ছানাকে পিষে দেওয়ার ভিডিও করে এক যুবক। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই নিন্দার ঝড় ওঠে। বৃহস্পতিবার রাতে ওই ঘটনাটি ময়নাগুড়ি শহরের। ক্ষিপ্ত পশুপ্রেমীরা শুক্রবার দ্বারস্থ হন থানায়। অভিযুক্তর খোঁজে তল্লাশি চলছে বলে জানায় পুলিস। অভিযুক্তর মোবাইল ফোন বন্ধ রয়েছে। ময়নাগুড়ি থানার পুলিস জানিয়েছে, ওই যুবক পলাতক। খোঁজ চলছে।
Link to this news (বর্তমান)