নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: শিলিগুড়িতে মাধ্যমিক পরীক্ষার্থীদের শিক্ষাসামগ্রী বিলি করলেন মেয়র গৌতম দেব। শুক্রবার শিলিগুড়ি জংশনে ভারতী হিন্দি বিদ্যালয় মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানো হয়। সেখানে হাজির হয়ে পরীক্ষার্থীদের শিক্ষাসামগ্রী প্রদান করেন মেয়র। অনুষ্ঠানে স্কুলের পরিচালন কমিটির সদস্য ধীরেন ঠাকুর, তৃণমূল কংগ্রেসের শিক্ষক নেতা সুপ্রকাশ রায় সহ স্কুলের শিক্ষকরা হাজির ছিলেন। আগামী ১০ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। সংশ্লিষ্ট স্কুল থেকে প্রায় ৩৫০ জন পরীক্ষা দেবে। পরীক্ষার্থীদের পেন, পেনসিল, অ্যাডমিড কার্ড হোল্ডার সহ বিভিন্ন ধরনের সামগ্রী দেওয়া হয়।