• তুফানগঞ্জে বাড়ি থেকে উদ্ধার ৩২০০ লিটার কেরোসিন
    বর্তমান | ০১ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, তুফানগঞ্জ: অবৈধভাবে বাড়িতে মজুত রাখা হয়েছিল বিপুল পরিমাণে কেরোসিন তেল। শুক্রবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে তুফানগঞ্জ থানার নাটাবাড়ি-২ গ্রাম পঞ্চায়েতের চারালজানি এলাকার এক বাসিন্দার বাড়িতে যৌথ অভিযানে যায় পুলিস ও ডিস্ট্রিক্ট এফোর্সমেন্ট ব্রাঞ্চ। উদ্ধার হয় ১৬টি ড্রাম থেকে মোট ৩২০০ লিটার কেরোসিন এবং ৫০ কেজি পাউডার। যদিও বাড়ির মালিক পুলিস আসার আগেই পালিয়ে যায়। তেল মজুত করে পাচারের কোনও ছক ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিস।
  • Link to this news (বর্তমান)