• টোটোচালকের সঙ্গে পুলিসের ধস্তাধস্তি শিলিগুড়িতে
    বর্তমান | ০১ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: টোটোচালকের সঙ্গে ধস্তাধস্তি ট্রাফিক পুলিসের। শুক্রবার শিলিগুড়ি শহরের গোষ্ঠ পাল মোড়ের কাছে ঘটনাটি ঘটে। পুলিস সূত্রে জানা গিয়েছে, ওই মোড়ে গাড়ি, টোটো, অটো থামিয়ে যাত্রী তোলার কোনও নির্দেশিকা নেই। তা সত্ত্বেও সেখানে দাঁড়িয়ে ওই টোটোচালক যাত্রী তুলছিলেন। এনিয়ে কর্তব্যরত ট্রাফিক পুলিস কর্মী আপত্তি করেন। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন টোটোচালক। এক-দু’কথায় দু’জনের মধ্যে ধস্তাধস্তি হয়। অভিযোগ, পুলিস কর্মীর কলার ধরেন টোটোচালক। অভিযুক্ত চালক অবশ্য অভিযোগ মানতে নারাজ। এনিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। 


    শিলিগুড়ির ডিসিপি (ট্রাফিক) বিশ্বচাঁদ ঠাকুর বলেন, ঘটনাটি শুনেছি। অভিযুক্ত টোটোচালককে আটক করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।
  • Link to this news (বর্তমান)