সংবাদদাতা, কুমারগ্রাম: শুক্রবার কামাখ্যাগুড়ি গার্লস হাইস্কুল পরিদর্শন করলেন কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজকুমার ওরাওঁ। এদিন দুপুরের দিকে তিনি স্কুলে উপস্থিত হন। স্কুলের তরফে বিধায়ককে উত্তরীয় পরিয়ে স্বাগত জানানো হয়। এরপর স্কুলের শিক্ষিকা ও ছাত্রীদের সঙ্গে কথা বলে নানা বিষয়ে খোঁজখবর নেন বিধায়ক। স্কুলে ঠিকঠাক পঠনপাঠন চলছে কি না, ছাত্রীরা ঠিকমতো মিড ডে মিল পাচ্ছে কি না - এই সমস্ত বিষয়ে খোঁজ নেন বিধায়ক। এদিন স্কুল পরিদর্শনের সময় বিধায়কের সঙ্গে ছিলেন বিজেপির আলিপুরদুয়ার জেলা সম্পাদক সুনীল মাহাত, ওবিসি মোর্চার রাজ্য কমিটির সদস্য অজিতকুমার ঘোষ, কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির সদস্য দেবেশ বর্মন সহ অন্যরা।