সংবাদদাতা, নাগরাকাটা: শুক্রবার বিকেলে মাটিয়ালি-বাতাবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত উত্তর ধূপঝোড়া পিপলস ক্লাব প্রাঙ্গণে দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শন করেন সরকারি আধিকারিকরা। এসেছিলেন ডিভিশনাল কমিশনার অনুপকুমার আগরওয়াল, জলপাইগুড়ির জেলাশাসক শমা পারভীন, মাটিয়ালির বিডিও অভিনন্দন ঘোষ প্রমুখ। দুয়ারে সরকার ক্যাম্পে মানুষ-বন্যপ্রাণী সঙ্ঘাত রোধে বিশেষ সচেতনতা শিবির করা হয়েছিল। সেই আলোচনা সভায় অংশ নেন ডিভিশনাল কমিশনার ও ডিএম। সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাঁরা জেনে নেন দুয়ারে সরকার ক্যাম্পে এসে ঠিকমতো পরিষেবা পাচ্ছেন কি না।
অন্যদিকে, মাল ব্লকের বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের কলাগাইতি চা বাগানে দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শন করেন মন্ত্রী বুলুচিক বড়াইক। তাঁর সঙ্গে ছিলেন জেলা পরিষদের সদস্য সেলিনা ছেত্রী, তৃণমূলের বাগরাকোট অঞ্চল সভাপতি রাজেশ ছেত্রী সহ অন্যান্যরা।