• দুয়ারে সরকার ক্যাম্পে গোষ্ঠীদ্বন্দ্ব,  অভিযুক্তদের শাস্তি চেয়ে অবরোধ
    বর্তমান | ০১ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, তারকেশ্বর: বৃহস্পতিবার তারকেশ্বরের নাইটা-মালপাহাড়পুর পঞ্চায়েত এলাকায় দুয়ারে সরকার ক্যাম্পে তৃণমূলের দুই গোষ্ঠীর গণ্ডগোলের পরিপ্রেক্ষিতে শুক্রবার উভয়পক্ষই পরস্পরের বিরুদ্ধে গ্রেপ্তারের দাবিতে পথ অবরোধ করে। প্রায় ২০ মিনিট অবরোধ চলে তারকেশ্বর থানার পিয়াসারা বাস স্ট্যান্ড রোডে। এর ফলে বন্ধ হয়ে যায় যান চলাচল। পরে পুলিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।


    বৃহস্পতিবার তারকেশ্বরের নাইটা-মালপাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের ক্ষুদ্ররামপুর স্কুলে দুয়ারে সরকার ক্যাম্পে গোষ্ঠী সংঘর্ষে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে ডানকুনি-আরামবাগ রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় তৃণমূলের একাংশ। অভিযোগ, ক্যাম্পে চড়াও হয়ে তৃণমূল কর্মীদের মারধর করা হয়েছে। এই হামলার নেতৃত্বে ছিলেন স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান মনিরুল ও তাঁর অনুগামীরা। পিস্তল উঁচিয়ে হুমকি দেন উপপ্রধানের দেহরক্ষী।


    কয়েকজনের নামে থানায় অভিযোগ দায়ের হয়।


    অভিযুক্ত তৃণমূল নেতাদের গ্রেপ্তারের দাবিতে তৃণমূলের অপর গোষ্ঠী এদিন পথ অবরোধ করে। ফলে ডানকুনি-আরামবাগ রোডে সাময়িক যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিস বাহিনী। দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার না করলে আন্দোলনের হুঁশিয়ারি দেয় তৃণমূলের একাংশ। শেষমেশ পুলিস আধিকারিকরা অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।


    বৃহস্পতিবার উপপ্রধানের দেহরক্ষীর পিস্তল হাতে ছবি ভাইরাল হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন হুগলি গ্রামীণ জেলার পুলিস সুপার কামনাশিস সেন।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)