নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গৃহস্থের রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় সরকার। তাই আজ, ১ ফেব্রুয়ারি থেকে ১৪.২ কেজি রান্নার গ্যাসের দামে কোনও পরিবর্তন হচ্ছে না। কলকাতায় দাম থাকছে ৮২৯ টাকা। তবে বাণিজ্যিক গ্যাসের দাম মাত্র চার টাকা কমিয়েছে কেন্দ্র। ১৯ কেজি সিলিন্ডারের দাম হবে ১ হাজার ৯০৭ টাকা। গত কয়েকমাস যেভাবে দাম বাড়ানো হয়েছিল বাণিজ্যিক সিলিন্ডারের, তাতে এবার কিছুটা রেহাই মিলতে পারে বলে আশা ছিল। কিন্তু খুব একটা সুরাহা মেলেনি।