• ডাকঘর থেকে উধাও ১২ লক্ষ! কেস ডায়েরি তলব করল হাইকোর্ট
    বর্তমান | ০১ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডাকঘর থেকে উধাও ১২ লক্ষ টাকা! বর্ধমানের বাসিন্দা সুরজিৎ পালের অভিযোগ, স্থায়ী আমানত হিসেবে বর্ধমান জামালপুর পোস্ট অফিসে এই টাকা জমা রাখলেও তা আর তিনি ফেরত পাননি। ফলে ওই যুবক এখন চরম বিপাকে পড়েছেন। অসুস্থ মায়ের চিকিৎসা করাতেও পারছেন না।  থানা সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানোর পরও কোনও সুরাহা না হওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সুরজিৎ। ওই ডাকঘরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছেন তিনি। 


    বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলাটির প্রাথমিক শুনানির পর তাঁর নির্দেশ, ওই ঘটনায় কী তদন্ত হয়েছে, কী পদক্ষেপ গ্রহণ করেছে পুলিস, তা এক সপ্তাহের মধ্যে জানাতে হবে। জমা দিতে হবে মামলার কেস ডায়েরিও। মামলার বয়ান সূত্রে জানা গিয়েছে, ২০২১ সালে ডাকঘরে ১২ লক্ষ টাকা স্থায়ী আমানত হিসেবে জমা করেন সুরজিতের বাবা রণজিৎ পাল। ২০২২ সালে অসুস্থ মায়ের চিকিৎসা করানোর জন্য ওই টাকা তোলার চেষ্টা করে ব্যর্থ হন সুরজিৎ। তাঁর আইনজীবী উদয়শঙ্কর চট্টোপাধ্যায়ের দাবি, পোস্টমাস্টার টাকা দেননি। পোস্ট অফিসের কর্মীরাই এই প্রতারণার সঙ্গে যুক্ত।  
  • Link to this news (বর্তমান)