সহায় হল স্বাস্থ্যসাথী, শিবিরে গিয়ে কার্ড পেলেন দুই ক্যান্সার আক্রান্ত
বর্তমান | ০১ ফেব্রুয়ারি ২০২৫
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: জয়নগর ও বারুইপুরের দুই ক্যান্সার আক্রান্ত টাকার অভাবে চিকিৎসা করাতে সমস্যায় রয়েছেন। স্বাস্থ্য সাথী কার্ড পেতে কিভাবে আবেদন করবেন সে সম্পর্কেও সঠিক দিশা পাচ্ছিলেন না। এবার মুশকিল আসান করল নবম দুয়ারে সরকার ক্যাম্প। দু’জন নিজেদের এলাকার ক্যাম্পে গিয়ে আবেদন করলেন। জরুরি ভিত্তিতে তাঁদের কার্ড করিয়ে দেওয়া হল।
জানা গিয়েছে, বারুইপুর ব্লকের জয়কৃষ্ণনগরের বাসিন্দা অঞ্জলি মণ্ডল ক্যান্সার আক্রান্ত হয়েছিলেন। ওঁর কেমোথেরাপি’র দ্রুত প্রয়োজন ছিল। কিন্তু বেসরকারি হাসপাতালের খরচ তাঁর পক্ষে বহন করা সম্ভব ছিল না। সমস্যা সমাধানের জন্য অনেকের সঙ্গে কথা বলেছিলেন। তাঁরা স্বাস্থ্য সাথী কার্ড করানোর পরামর্শ দিয়েছিলেন। তারপর জানুয়ারির শেষ সপ্তাহে শুরু হয় দুয়ারে সরকারের নবম পর্ব। অঞ্জলিদেবীর বাড়ির কাছে একটি শিবির হয়েছিল। সেখানে গিয়ে কার্ড করানোর আর্জি জানান মহিলা। আধিকারিকরা তাঁর ফর্ম পূরণ করান। তার দু’দিনের মধ্যে হাতে কার্ড পেয়ে যান অঞ্জলিদেবী।
এছাড়া জয়নগর এক নম্বর ব্লকের দক্ষিণ বারাসতের কৃষ্ণপদ সর্দারও দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছেন। বিভিন্ন জায়গার চিকিৎসা করান। প্রচুর টাকা খরচ হয়। এখন আর্থিকভাবে দুর্বল হয়ে পড়েন। কিন্তু ক্যান্সারের চিকিৎসা চালিয়ে যেতে চিকিৎসকরা পরামর্শ দেন। এই অবস্থায় সহায় হয়ে দাঁড়ায় দুয়ারে সরকার। কৃষ্ণপদবাবুর বাড়ির কাছেই শিবির হয়েছে। সেখানে গিয়ে স্বাস্থ্য সাথী কার্ডের আবেদন করেন। তাঁর চিকিৎসার প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে আপৎকালীন ভিত্তিতে কার্ড করিয়ে তাঁর হাতে তুলে দেন আধিকারিকরা। নিজস্ব চিত্র