• ‘ফাঁসি’তে ঝুলছে তিন কিশোর, ভাইরাল ভিডিও তুমুল শোরগোল
    বর্তমান | ০১ ফেব্রুয়ারি ২০২৫
  • নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক ভিডিও। তাতে দেখা যাচ্ছে, তিন কিশোর কয়েদিদের পোশাক পরে গলায় দড়ি দিয়ে ঝুলছে। মুখে কালো কাপড় বাঁধা। ঘটনাটি কোথায়, কোন স্কুলে ঘটেছে তা জানা যায়নি। তবে সেটা সাধারণতন্ত্র দিবসের এক অনুষ্ঠান। স্কুল কর্তৃপক্ষ পড়ুয়াদের দিয়েই এহেন প্রদর্শনের আয়োজন করেছিল। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হতেই তুমুল বিতর্ক দানা বেঁধেছে। নানা মহল থেকে সমালোচনার ঝড় উঠেছে। স্কুলের ভিতরে খোলা মাঠে কীভাবে ছাত্রদের দিয়ে ‘ফাঁসি’র মহড়া দেওয়া হয়, তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। অনেকেই দাবি করেছেন, কোথায় এবং কখন এই ঘটনা ঘটেছে, তার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন। স্বাভাবিকভাবেই অনেকে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আর্জিও জানিয়েছেন। সাধারণতন্ত্র দিবস উদযাপনের ক’দিন পরই এই ভিডিও ভাইরাল হয়। তাতে দেখা গিয়েছে, ‘ফাঁসি’তে ঝোলার সময় স্টেজে এক ব্যক্তি এসে ছাত্রদের আটকাতে যাচ্ছেন। কিন্তু তখনই অন্য আর একজন সেই ব্যক্তিকের চিৎকার করে সরিয়ে দিচ্ছেন।  
  • Link to this news (বর্তমান)