নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সোনার দাম ফের রেকর্ড গড়ল কলকাতায়। শুক্রবার শহরে ২৪ ক্যারেট বিশুদ্ধতার খুচরো সোনার ১০ গ্রামের দর পৌঁছায় ৮২ হাজার ৮৫০ টাকায়। বৃহস্পতিবারের তুলনায় ১০ গ্রাম পিছু দাম বেড়েছে ১ হাজার ৫০ টাকা। ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন এই তথ্য দিয়েছে। গয়না সোনা, অর্থাৎ ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম এদিন পৌঁছে গিয়েছে ৭৮ হাজার ৭৫০ টাকায়। তথ্য বলছে, ঠিক একমাস আগের তুলনায় সোনার দাম কলকাতায় বাড়ল ১০ গ্রাম পিছু ৬ হাজার ১০০ টাকা। এদিন দিল্লিতেও ১০ গ্রাম সোনার সর্বোচ্চ দর যায় ৮৪ হাজার ৯০০ টাকা। এই দরগুলির সঙ্গে যুক্ত হবে ৩ শতাংশ হারে জিএসটি। এই পরিস্থিতিতে আজ শনিবার বাজেটে সোনা নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী কী সিদ্ধান্তের কথা ঘোষণা করেন, তার দিকেই তাকিয়ে আছেন ক্রেতা-বিক্রেতা উভয়েই।
গত জুলাই মাসে পূর্ণাঙ্গ বাজেট পেশ করার সময় সোনার উপর আমদানি শুল্ক এক ধাক্কায় ৯ শতাংশ কমানো হয়েছিল। তা নামিয়ে আনা হয়েছিল ৬ শতাংশে। ঊর্ধ্বমুখী সোনার দামে লাগাম দিতে সরকারের সেই পদক্ষেপে ফল মিলেছিল হাতেনাতে। দু’-একদিনের মধ্যে এক ধাক্কায় ১০ গ্রাম পিছু সোনার দাম পাঁচ হাজার টাকারও বেশি নেমেছিল। তারপর অবশ্য আন্তর্জাতিক পরিস্থিতির চাপে হলুদ ধাতুর দর অনেকটাই বেড়ে যায়।
এবারও কি সরকার আমদানি শুল্ক আরও একটু কমাবে? বিশেষজ্ঞরা অবশ্য তেমন আশা খুব একটা করছেন না। তার অন্যতম কারণ, যে উদ্দেশ্যে সরকার শুল্ক কমিয়েছিল, তা পূরণ হয়নি। কারণ, সরকার আশা করেছিল, শুল্ক কমিয়ে সোনা আমদানি বাড়ালে গয়না রপ্তানি বাড়বে। কারণ, প্রতিযোগিতার বাজারে দামের দিক থেকে সুবিধাজনক পরিস্থিতিতে থাকবে ভারত। কিন্তু বাস্তবে হয়েছে তার উল্টো। রপ্তানি বাড়েনি। কিন্তু
সোনার আমদানি বেড়েছে অনেকটাই। তাই সরকার নতুন করে শুল্ক কমানোর পথে নাও হাঁটতে পারে, এমনটাই মত বিশেষজ্ঞদের। বরং স্বর্ণশিল্প মহলের দাবি, সোনার উপর যে ৩ শতাংশ জিএসটি চালু আছে, তা কমানো হোক। তাতে দামে অন্তত কিছুটা সামাল দেওয়া যাবে। এখন নির্মলা সীতারামন কী পদক্ষেপ গ্রহণ করেন, সেই দিকেই তাকিয়ে থাকবেন সবাই।