• নিয়োগ: সিবিআই চার্জশিটের নথি দেয়নি, ধার্য  হল নতুন দিন
    বর্তমান | ০১ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সিবিআইয়ের দায়ের করা নিয়োগ দুর্নীতি মামলায় একমাস আগেই চার্জশিট পেশ করা হয়েছিল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’দের বিরুদ্ধে।    সেই মামলায় চার্জশিটের যাবতীয় প্রতিলিপি শুক্রবারও অভিযুক্তদের আইনজীবীদের সরবরাহ করতে পারল না সিবিআই। তা নিয়ে কিছুটা ক্ষোভ প্রকাশও করেন অভিযুক্তদের আইনজীবীদের একাংশ। এক অভিযুক্তের আইনজীবী সোমনাথ সান্যাল এদিন বলেন, ‘আশ্চর্য লাগছে যে, একমাস হতে চলল, এখনও আমরা চার্জশিটের কোনও প্রতিলিপি পেলাম না! ওই নথিই যদি আমরা হাতে না-পাই, তাহলে পরবর্তী আইনি পদক্ষেপের জন্য আমরা কীভাবে এগব?’ 


    যদিও সিবিআইয়ের তরফে এদিন আদালতে দাবি করা হয়, পরবর্তী মামলার তারিখে অভিযুক্তদের ওই নথির প্রতিলিপি সরবরাহ করা হবে। এরপরই বিচারভবনের বিশেষ আদালতের বিচারক সিবিআইয়ের জন্য চার্জশিটের প্রতিলিপি সরবরাহের দিন ধার্য করেন ১৪ ফেব্রুয়ারি।                                                                                 
  • Link to this news (বর্তমান)