বিরিয়ানি কিনতে বেরিয়ে সল্টলেকে স্কুটারচালকের মৃত্যু
বর্তমান | ০১ ফেব্রুয়ারি ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: মাঝরাতে বিরিয়ানি কিনতে বেরিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক স্কুটারচালকের। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে সল্টলেক শহরের ৫ নম্বর ট্যাঙ্ক এলাকায়। পুলিস জানিয়েছে, মৃতের নাম ভিক্টর গঙ্গোপাধ্যায় (৩০)। সল্টলেকের এ এইচ ব্লকে তাঁর বাড়ি। একমাত্র সন্তানের মৃত্যুর খবরে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনাগ্রস্ত স্কুটারটি বিধাননগর উত্তর থানায় নিয়ে যাওয়া হয়েছে। এক পুলিস অফিসার বলেন, তাঁর বাবা মারা গিয়েছেন আগেই। বাড়িতে মা এবং ভিক্টর দু’জনই থাকতেন। ওইদিন রাতে মা খেয়ে নিয়েছিলেন। ভিক্টর বিরিয়ানি খাওয়ার জন্য ইলেকট্রিক স্কুটার নিয়ে বের হন। তাঁর সাড়ে ১২টার পর নিয়ন্ত্রণ হারিয়ে তিনি ডিভাইডারের পাশে ধাক্কা মেরে জখম হন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁর মৃত্যু হয়।
রাস্তার ধারে গালিপিটের মতো একটু নীচু জায়গা রয়েছে। সেখানে দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। শুক্রবার দুপুরে গিয়ে দেখা গেল, সেখানে তখনও রক্ত পড়ে রয়েছে।