• ট্যাংরার হেলে পড়া বাড়ি ভাঙতেই হবে: ফিরহাদ
    এই সময় | ০১ ফেব্রুয়ারি ২০২৫
  • এই সময়: শুক্রবারের পর শনিবারও পূর্ব কলকাতার ট্যাংরায় হেলে পড়া নির্মীয়মাণ বহুতল ভাঙতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে পড়তে হলো কলকাতা পুরসভা ও পুলিশের আধিকারিকদের। এ দিন তাঁরা বাড়ি ভাঙতে গেলে স্থানীয়দের অনেকে অভিযোগ করেন, তাঁদের এই ব্যাপারে পুরসভার তরফে কিছুই বলা হয়নি। এই অবস্থায় বাড়ি ভাঙা পড়লে তাঁরা সবাই যাবেন কোথায়? পুলিশের সঙ্গে তাঁদের মৃদু ধস্তাধস্তিও হয়। যদিও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, ওই বাড়ি ভাঙা হবেই। শুক্রবার মেয়র বলেন, ‘দু’–একদিন হইচই হবে।

    তবে ট্যাংরার নির্মীয়মান বাড়ি ভেঙে ফেলা হবে। কেউ যদি ওই বাড়ি ভাঙতে দিতে না–চান, তাঁকে আদালতের নির্দেশ নিয়ে আসতে হবে। সেটা না–হলে পুরসভা ওই বাড়ি ভাঙবেই।’ এ দিন কলকাতা পুরসভার ৩০ নম্বর ওয়ার্ডে মানিকতলা মেন রোডেও আরও একটি হেলে পড়া বাড়ির খোঁজ মেলে। মেয়র জানান, প্রতিটি হেলে পড়া বাড়ির স্ট্রাকচারাল স্টেবিলিটি পরীক্ষা করে দেখা হবে।

    ট্যাংরার হেলে পড়া বাড়ি নিয়ে মেয়র বলেন, ‘আমি কারও বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করতে চাই না। তবে যাঁরা পুর কর্মীদের কাজে বাধা দিচ্ছেন, তাঁদের এই কথাটা মাথায় রাখা প্রয়োজন যে, তাঁরা সরকারি কর্মীদের কাজে বাধা দিচ্ছেন। এ নিয়ে পুলিশে কেউ অভিযোগ করলে, তখন ওই বিক্ষোভকারীদেরই অসুবিধা হবে। আদালতে যাতায়াত করতে করতে তাঁদের জীবন অতিষ্ঠ হয়ে উঠবে।’ যাঁরা এই সব করছেন, তাঁদের ভেবেচিন্তে কাজ করার পরামর্শ দেন মেয়র।

    তিনি এ দিনও পরিষ্কার জানিয়ে দেন, আগে যা বেআইনি নির্মাণ হয়ে গিয়েছে, তা নিয়ে পুরসভার কিছু করার নেই। তবে নতুন করে কোনও বেআইনি নির্মাণ আর হবে না। ভেঙে ফেলার পরে ট্যাংরার নির্মীয়মাণ বাড়ির ফাঁকা জায়গায় বাংলার বাড়ি প্রকল্পে বাড়ি নির্মাণের বিষয়টি দেখা হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি।

  • Link to this news (এই সময়)