শনিবার সাতসকালে ধর্মতলায় অগ্নিকাণ্ড। এ দিন নিউ মার্কেট থানা সংলগ্ন দুটি দোকানে আগুন লাগে। ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। ইতিমধ্যেই সেখানে পৌঁছেছে দমকলের ৫টি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। জানা গিয়েছে, এ দিন সকালে ২টি দোকানে আগুন লাগে। পুড়ে ছাই হয়ে যায় ভেতরে থাকা জিনিসপত্র।
দমকলের একাধিক ইঞ্জিন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয়। শেষ পাওয়া খবর অনুযায়ী, আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে ব্যাপক ক্ষতি হয়েছে দোকানগুলির। ধর্মতলার ওই এলাকা অত্যন্ত ঘিঞ্জি। ফলে কোনওভাবেই যাতে আগুন ছড়িয়ে না পড়ে সেই জন্য দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টার করছিল দমকল। বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ওই এলাকায় একাধিক দোকান রয়েছে। স্বাভাবিকভাবেই সকালে এই অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কী ভাবে লাগল ওই আগুন? তা খতিয়ে দেখছেন দমকল কর্মীরা। সমস্ত দিক খতিয়ে দেখার পরে এই বিষয়ে নির্দিষ্টভাবে কিছু বলা সম্ভব বলে জানাচ্ছেন তাঁরা। ওই পানশালাতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথাযথ মানা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।