• বাজেটে ভালো কিছুর আশা বৃথা: অভিষেক
    এই সময় | ০১ ফেব্রুয়ারি ২০২৫
  • এই সময়, নয়াদিল্লি: সংসদের বাজেট অধিবেশনের প্রথম পর্ব মাত্র দু’সপ্তাহ স্থায়ী হবে। আগামী ১৩ ফেব্রুয়ারি এই পর্বের অধিবেশন শেষ হওয়ার আগে তৃণমূল কংগ্রেসের সাংসদরা দলনেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশিত পথে হেঁটে রাজ্যের বিপুল পরিমাণ বকেয়া–সহ মূলত চারটি ইস্যুতে সরব হবেন সংসদের দুই কক্ষে— শুক্রবার এমনই দাবি জানানো হয়েছে দলীয় সূত্রে।

    তৃণমূল সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প বাবদ বাংলাকে বঞ্চনার সঙ্গে তৃণমূলের সংসদীয় আন্দোলনের অন্যান্য ইস্যুর মধ্যে থাকছে রাজ্যের নাম পরিবর্তন, গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলার স্বীকৃতি প্রদান এবং পেট্রল–ডিজ়েল সমেত নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি হ্রাসের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যুগুলি।

    আগামী সপ্তাহ থেকেই বাজেট অধিবেশনে লোকসভা ও রাজ্যসভা— সংসদের দুই কক্ষেই দলের সাংসদরা এই ইস্যুগুলিকে হাতিয়ার করে দফায় দফায় নোটিস দেবেন। সংসদীয় অধিবেশনের পর্বে নিজেদের বক্তব্যের মাঝে সেগুলিকে তুলে ধরবেন এবং মোদী সরকারের কাছে সঠিক জবাব চাইবেন, দাবি জানানো হয়েছে তৃণমূল সূত্রে।

    বাজেট অধিবেশনে যোগ দিতে এ দিনই কলকাতা থেকে দিল্লি উড়ে গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লি রওনা হওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিভিন্ন ইস্যুতে কেন্দ্রকে বেঁধেন তিনি।

    অভিষেক বলেন, ‘বিজেপি ক্ষমতায় আসার পর থেকে যে সমস্ত কেন্দ্রীয় বাজেট পেশ হয়েছে, তার মধ্যে গরিব বা মধ্যবিত্ত শ্রেণির জন্য কোনও স্বস্তির জায়গা ছিল না। তাদের কাছে বাজেট মানে কেবলমাত্র শিল্পপতিদের স্বার্থ রক্ষা করা। গত ১০ বছরে ধনীরা আরও ধনী হয়েছে, গরিবরা আরও কোণঠাসা হয়েছে।

    যতদিন বিজেপি ক্ষমতায় থাকবে, ততদিন বাজেট নিয়ে আমার কোনও আশা-প্রত্যাশা নেই। তারা কারও জন্য কিছু করবে না।’ তাঁর অভিযোগ, ‘বিজেপি সরকারের কৃষি আইনের জন্য ৭০০ কৃষকের মৃত্যু হয়েছে। নোটবন্দি থেকে জিএসটি— তাদের শাসনকালে কী হয়নি? এটি জনবিরোধী সরকার, তাই তাদের কাছ থেকে ভালো কিছুর প্রত্যাশা করা বৃথা।’

  • Link to this news (এই সময়)