বাড়ি ঢোকার মুখে রাস্তায় বসে আছে বাঘ, ভয়ে জ্ঞান হারালেন যুবক...
আজকাল | ০১ ফেব্রুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ফের বাঘের আতঙ্ক মৈপিঠে ৷ মৈপিঠ বৈকুণ্ঠপুর এলাকার যুবক অনুপম গিরি শুক্রবার রাতে বাজার থেকে বাড়ি ফেরার সময় রাস্তায় বাঘ দেখতে পান ৷ বাড়ির কাছে বাঘ দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে অনুপম চিৎকার শুরু করেন৷ তাঁর চিৎকারে বাড়ি থেকে বেরিয়ে আসেন পরিবারের লোকজন ও প্রতিবেশীরা ৷
আকস্মিক এই ঘটনায় ভয়ে জ্ঞান হারিয়ে ফেলেন অনুপম ৷ রাতেই তাকে কুলতলি ব্লক হাসপাতালে নিয়ে আসা হয় ৷ খবর দেওয়া হয় মৈপিঠ কোস্টাল থানায় ও বনদপ্তরে৷ ঘটনাস্থলে পৌঁছন বনদপ্তরের কর্মীরা ৷ রাতেই তাঁরা জঙ্গলের আশেপাশের রাস্তায় আগুন জ্বালায় এবং এলাকার অন্ধকার কাটাতে জেনারেটার চালিয়ে আলোর ব্যবস্থা করে৷ লোকালয়ে যাতে বাঘ ঢুকে পড়তে না পারে তারজন্য সারারাত পাহারা দেন বনকর্মীরা।
অন্যদিকে লোকালয় সংলগ্ন এলাকায় ফের বাঘ চলে আসায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা ৷ ওই এলাকায় বিদ্যুতের সমস্যা রয়েছে। ফলে রাস্তাঘাটে আলো না থাকায় বাসিন্দারা ভয়ে ভয়ে আছেন ৷ শনিবার সকালে লোকালয় সংলগ্ন জঙ্গলে বাঘ রয়েছে কিনা তা খতিয়ে দেখছেন বনদপ্তরের কর্মীরা ৷ পরিদর্শনের পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে বনদপ্তর সুত্রে জানা গিয়েছে ৷ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে আজমলমারির জঙ্গল থেকে বেরিয়ে মাকড়ি নদী পেরিয়ে বাঘ লোকালয়ে চলে এসেছে।