ইন্টারলকিং–এর কাজে বাতিল বহু ট্রেন, স্টেশনে স্টেশনে উপচে পড়া যাত্রীদের ভিড়
আজকাল | ০১ ফেব্রুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: সমস্যায় যাত্রীরা। বালিগঞ্জ স্টেশনে ইন্টারলকিং ব্যবস্থার আধুনিকীকরণের জন্য শুক্রবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত শিয়ালদা দক্ষিণ শাখায় বাতিল করা হয়েছে ১০৮টি ট্রেন। শনিবার সকালে কাজে যোগ দিতে গিয়ে চরম দুর্ভোগের মুখে পড়েছেন নিত্যযাত্রীরা। এদিন বারুইপুর স্টেশনে ডায়মন্ড হারবার লোকাল ঢুকতেই স্টেশনে উপচে পড়া ভিড় আছড়ে পড়ল ট্রেনের কামরায়।
কামরার ভিতরে ও দরজার সামনে যাত্রীরা গাদাগাদি করে দাঁড়িয়ে থাকায় বহু যাত্রী উঠতে পারেননি। স্টেশনেই ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। খোকন সাপুই নামে এক যাত্রী বলেন, ‘সকালে প্রায় দু’ঘন্টা ধরে স্টেশনে দাঁড়িয়ে আছি। চেষ্টা করেও ভিড়ের জন্য ট্রেনে উঠতে পারছি না। রেল রাতে বা ছুটির দিন তাদের কাজ করতে পারত। কিন্তু দিনের বেলায় কাজের জন্য যদি এই অবস্থা হয় তবে আমরা কীভাবে কাজে যাব?’ অমিত দাস নামে আরেক যাত্রী অভিযোগ করেন, ‘ট্রেন বন্ধের খবর শুনে ভোরবেলা স্টেশনে এসেছি। ১০টা বেজে গিয়েছে। এখনও ট্রেনে উঠতে পারিনি।’
সামনেই সরস্বতী পুজো। ফলে ফুল ও ফল নিয়ে দক্ষিণ ২৪ পরগনা জেলা থেকে অনেকেই কলকাতার বাজারে বিক্রি করতে আসেন। তাঁরাও তাঁদের মালপত্র নিয়ে বড় সমস্যার মুখোমুখি। তাঁদের দাবি, ভিড়ের চাপে ফুল বা ফল নষ্ট হয়ে গেলে বড় ক্ষতি হবে। পাশাপাশি এটাও তাঁরা জানান, সকালে বাজারে পৌঁছতে না পারায় তাঁদের বিক্রিতেও ধাক্কা লাগল। মফঃস্বলের বহু ক্রেতাই সকালে মাল কিনে বেলায় তাঁদের এলাকার বাজারে বিক্রি করেন। কিন্তু ট্রেন দুর্ভোগের জন্য সেই ক্রেতাদের তাঁরা হারালেন।