• সরস্বতী পুজোর আনন্দ মাটি করবে বৃষ্টি?‌ হাওয়া অফিস দিল বড় আপডেট
    আজকাল | ০১ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:‌ শনিবার সকাল থেকেই মেঘলা আকাশ। কোথাও কোথাও ঝিরঝিরে বৃষ্টিও হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, শনিবার সারাদিন মেঘলা আকাশ থাকবে। তবে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। নতুন করে পারা পতনের সম্ভাবনা নেই। তবে সরস্বতী পুজোতে নেই ভারী বৃষ্টির সম্ভাবনা। 

    প্রসঙ্গত, পশ্চিমী ঝঞ্ঝার জেরে উত্তুরে হাওয়া ঠিকমতো এবার ঢুকতে পারেনি গাঙ্গেয় বঙ্গে। যার ফলে জাঁকিয়ে ঠান্ডা সেভাবে পড়েনি। হাওয়া অফিসের পূর্বাভাস ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে বাংলা থেকে বিদায় নেবে শীত। দক্ষিণবঙ্গে আগামী চার–পাঁচ দিন স্বাভাবিকের উপরেই থাকবে তাপমাত্রা। তবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে তাপমাত্রা কিছুটা কমতে পারে। এদিকে রাজ্যজুড়ে মেঘলা আকাশ ও ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে। রবিবার দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়ায় ঘন কুয়াশার দাপট থাকবে। সোমবার হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। 

    শনিবার সকালে কলকাতায় ঝিরঝিরে বৃষ্টি হয়েছে। তবে তাপমাত্রা নতুন করে নামবে না। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২.‌৬ ডিগ্রি। যা স্বাভাবিকের তুলনায় প্রায় ৭ ডিগ্রি বেশি। সকালে ছিল কুয়াশা। মেঘলা আকাশের সঙ্গে ঝিরঝিরে বৃষ্টি হলেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। 

    উত্তরবঙ্গের চার জেলাতেও শনিবার কুয়াশার দাপট রয়েছে। ঘন কুয়াশা থাকবে জলপাইগুড়ি কোচবিহার, দুই দিনাজপুরে। দৃশ্যমানতা নেমে আসবে ৫০ মিটারে। রবিবার ঘন কুয়াশার দাপট থাকবে জলপাইগুড়ি, কোচবিহার দুই দিনাজপুর এবং মালদায়। বাকি জেলাতেও হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে।
  • Link to this news (আজকাল)