দক্ষিণবঙ্গে ফিরছে শীতের আমেজ, ৩ ডিগ্রি নামবে পারদ, আবহাওয়ার আপডেট
আজ তক | ০১ ফেব্রুয়ারি ২০২৫
ফেব্রুয়ারির শুরুতে কলকাতায় একেবারে গায়েব শীতের আমেজ। গত কয়েক দিন ধরেই সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি পার করেছে। যার জেরে ফিকে হয়েছে শীতের আমেজ। এই পরিস্থিতিতে আবহাওয়া দফতর জানাচ্ছে, ফের পারদ পতন হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ২-৩ ডিগ্রি করে তাপমাত্রা কমতে পারে। ফলে ফিরতে পারে শীতের পরশ। অন্য দিকে, কয়েকটি জেলায় ঘন কুয়াশা থাকতে পারে।
ফের নামবে পারদ
আবহাওয়া দফতর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী ৩ দিন তাপমাত্রার কোনও হেরফের হবে না। তারপরে ২ দিনে উপকূলবর্তী ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ২-৩ ডিগ্রি করে কমতে পারে। আগামী ৫ দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার কোনও হেরফের হবে না।
দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
হাওয়া অফিস জানিয়েছে, আজ থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।
উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
হাওয়া অফিস জানিয়েছে, আজ থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।
কলকাতায় কত তাপমাত্রা?
হাওয়া অফিস সূত্রে খবর, শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রির কাছে। শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৫ ডিগ্রি বেশি। এদিন শহরে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২২ ডিগ্রির কাছে। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৩ শতাংশ এবং ন্যূনতম ৭৩ শতাংশ।