• সাত সকালে কলকাতা কর্পোরেশনের পাশে পানশালায় আগুন
    হিন্দুস্তান টাইমস | ০১ ফেব্রুয়ারি ২০২৫
  • সাত সকালে কলকাতা পুরসভার ঠিক উলটো দিকের ফুটপাথে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল ধর্মতলা এলাকায়। শনিবার সকালে হগ স্ট্রিটে একটি পানশালায় আগুন লাগে। দমকল এসে কিছুক্ষণের চেষ্টায় আগুন নেভায়। কী করে আগুন লাগল তা খতিয়ে দেখছেন দমকল কর্মীরা।

    সোমবার সকালে কলকাতার জনবহুল ওই এলাকায় ব্রিটিশ আমলের বহুতলে একটি পানশালা থেকে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় ব্যবসায়ীরা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। কলকাতা পুরসভার ঠিক উলটো দিকের ফুটপাথে ওই ভবনেই রয়েছে একাধিক রেস্তোরাঁ ও সরকারি - বেসরকারি দফতর। আগুন লাগার খবরে বহুতল থেকে বেরিয়ে আসেন সবাই। খবর পেয়ে একে একে ঘটনাস্থলে পৌঁছতে থাকে দমকলের ইঞ্জিন। মোট ৬টি ইঞ্জিন পৌঁছয় ঘটনাস্থলে পৌঁছয়। প্রথমেই আগুন ছড়িয়ে পড়া রুখতে তৎপর হয় তারা। এর পর ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে আগুন।


    জানা গিয়েছে, ভবনটিতে একটি পানশালার রান্নাঘর থেকে আগুন লেগেছে। তবে সাত সকালে পানশালার রান্নাঘর থেকে কী ভাবে আগুন লাগল তা নিয়ে প্রশ্ন উঠছে।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)