• ‘অন্য ধর্মের ধর্মীয় নেতারা নন, সরস্বতী পুজো বন্ধ করতে চান মমতা নিজেই’
    হিন্দুস্তান টাইমস | ০১ ফেব্রুয়ারি ২০২৫
  • মমতা বন্দ্যোপাধ্যায়ের কলেজ বলে পরিচিত কলকাতার যোগেশচন্দ্র চৌধুরী ল কজেলে সরস্বতী পুজো করতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল নেতা সাব্বিরের বিরুদ্ধে। বৃহস্পতিবার সশস্ত্র পুলিশের পাহারায় সেখানে সরস্বতী পুজো আয়োজনের ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই ঘটনায় চরম অস্বস্তিতে পড়েছে তৃণমূল। আর তারই মধ্যে শাসকদল ও মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, কোনও ধর্মীয় নেতা নন, সরস্বতী পুজো বন্ধ করতে চান মমতা বন্দ্যোপাধ্যায়।


    শুক্রবার কলকাতা পুরসভার পাশে আদালতের অনুমতিতে সভা করেন শুভেন্দুবাবু। সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘হিন্দুরা যতক্ষণ না জাগবে ততক্ষণ এজিনিস চলবে। মমতা বন্দ্যোপাধ্যায় এজিনিস চালাচ্ছে কারণ, তার ৩০ - ৩২ শতাংশ ফিক্সড ভোটব্যাঙ্ক রয়েছে। বাকি গরিব হিন্দুদের কোথাও শওকত মোল্লাদের দিয়ে ভয় দেখিয়ে ভোট দিতে দিচ্ছে না। কোথাও হাজার টাকার লক্ষ্মীর ভাণ্ডারের লোভ দেখিয়ে ভোট নিচ্ছে। যতক্ষণ না নিজেদের সংস্কৃতি রক্ষার জন্য রাজ্যের ৭০ শতাংশ হিন্দুর প্রত্যেকে ঐক্যবদ্ধ হয়ে একে না হারাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই যন্ত্রণা চলবে। সিপিএমের সরকারও কখনও তাদের সময় এসব জিনিস করেনি।’

    এর পরই সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে আক্রমণ শানান বিরোধী দলনেতা। তিনি বলেন, ‘এখানে অন্য ধর্মের যে ধর্মীয় নেতারা রয়েছেন, তাঁরা যতটা না সরস্বতী পুজো বন্ধ করতে চাইছেন, তার থেকে বেশি সরস্বতী পুজো বন্ধ করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর সরকার। গেরুয়া রঙের প্রতি ঘৃণা, জয় শ্রী রামকে অপশব্দ বলা, ভারত মাতা কি জয় বলা যাবে না, বিজেপিকে কর্মসূচি করতে দেওয়া যাবে না।’
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)