• ফের কুলতলিতে বাঘের হানা! আতঙ্কে কাঁটা মৈপীঠবাসী
    প্রতিদিন | ০১ ফেব্রুয়ারি ২০২৫
  • দেবব্রত মণ্ডল, বারুইপুর: বাঘের আতঙ্ক কিছুতেই পিছু ছাড়ছে না কুলতলিবাসীর। জঙ্গলে ফিরেও বারবার লোকালয়ের আশেপাশে চলে আসছে দক্ষিণরায়। ফের শুক্রবার সন্ধ্যায় বৈকন্ঠপুরে বাঘের পায়ের ছাপ দেখা গিয়েছে বলে জানায় গ্রামবাসীরা। রাতে জঙ্গলে বাঘের হুঙ্কার শোনা যায় বলেও জানিয়েছেন তাঁরা। তারপর থেকেই আতঙ্কে কাঁটা কুলতলি থানার বৈকন্ঠপুর এলাকা। নজরদারি চালাচ্ছেন বনদপ্তরের কর্মীরা। 

    বাঘ রয়েছে জানতে পেরেই কুলতলির বনদপ্তরের অফিসে খবর দেন স্থানীয়রা। খবর পেয়েই সন্ধ্যাবেলাতেই কুলতলি বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। রাতের মধ্যেই লোকালয়ের দিকে পুরো এলাকা জাল দিয়ে ঘিরে ফেলা হয়েছে। নজরদারি চালানো হচ্ছে আশেপাশের এলাকায়। এটি আগের ফিরে যাওয়া বাঘটি কী না, তা জানা যায়নি। তবে তাকে জঙ্গলে ফেরত পাঠানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বনদপ্তরের কর্মীরা।

    উল্লেখ্য, ৬ জানুয়ারি প্রথমবার বাঘের পায়ের ছাপ মিলেছিল দক্ষিণ ২৪ পরগনার কুলতলির মৈপীঠ এলাকায়। দিনদুয়েক পর নদীর পাড়ে মেলে বাঘের পায়ের ছাপ। এরপরই স্বস্তি পেয়েছিলেন মৈপীঠবাসীরা। কিন্তু তা দীর্ঘস্থায়ী হয়নি। রাত পেরতে না পেরতে ফের লোকালয় সংলগ্ন ম্য়ানগ্রোভে মেলে বাঘের পায়ের ছাপ। সেবারও ফিরে গিয়েছিল হলুদ ডোরাকাটা। পরবর্তীতে ফের লোকালয়ের পাশের জঙ্গলে ফিরে আসে দক্ষিণরায়। সেটিও ফিরে যায় জঙ্গলে। সেই আতঙ্ক কাটতে না কাটতেই পুনরায় আবার বাঘের পদচিহ্ন দেখা গেল এলাকাতে। সবমিলিয়ে নতুন করে বাঘের আতঙ্ক মৈপীঠের বৈকন্ঠপুর এলাকায়।
  • Link to this news (প্রতিদিন)