১২.৭৫ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে কর নেই, শর্ত কী কী?
এই সময় | ০১ ফেব্রুয়ারি ২০২৫
মধ্যবিত্তের জন্য বড় স্বস্তি এই বাজেটে। ১২.৭৫ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে কোনও আয়কর নেই, ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের। এমনভাবে কর কাঠামো সাজানো হচ্ছে তাতে একজন নাগরিকের ক্ষেত্রে বছরে ১২.৭৫ লক্ষ টাকা পর্যন্ত আয়কর দিতে হবে না। তবে এই ছাড় শুধুমাত্র বেতনভোগী নাগরিকের ক্ষেত্রে বলবৎ হবে। বার্ষিক আয়ের উপর সেকশন 87A-এর অধীনে রিবেট হওয়ার পরে ১২.৭৫ লক্ষ টাকা আয় পর্যন্ত কোনও কর দিতে হবে না একজন নাগরিককে। যাঁরা বেতনভোগী নন, তাঁদের ক্ষেত্রে আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা ১২ লক্ষ টাকা।
কর কাঠামো:
- শূন্য থেকে চার লক্ষ টাকা বার্ষিক আয়ের ক্ষেত্রে কোনও কর নেই
- বছরে চার থেকে আট লক্ষ টাকা পর্যন্ত আয়ে ৫ শতাংশ কর। বছরে আট লক্ষ থেকে ১২ লক্ষ টাকা পর্যন্ত ১০ শতাংশ কর থাকবে
- বছরে ১২-১৪ লক্ষ টাকা আয়ে ১৫ শতাংশ
- বছরে ১৬-২০ লক্ষ টাকা আয়ে ২০ শতাংশ
- বছরে ২০-২৪ শতাংশ পর্যন্ত ২৫ শতাংশ
- বছরে ২৪ লক্ষ টাকার বেশি হলে ৩০ শতাংশ কর
Old Regime-এর ক্ষেত্রে কর কাঠামো কী রয়েছে?
- বছরে ২.৫ লক্ষ টাকা পর্যন্ত আয়কর নেই
- বছরে ২.৫ লক্ষ থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত ৫ শতাংশ কর
- ৫ লক্ষ থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত ২০ শতাংশ কর
- ১০ লক্ষ টাকার উপরে বার্ষিক আয়ে ৩০ শতাংশ কর
মোদী সরকার কর জমা দেওয়ার প্রক্রিয়ায় সরলীকরণ করেছে বলে বাজেট ভাষণে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এর আগে ফেসলেস অ্যাসেসমেন্ট, দ্রুত রিটার্ন দাখিলের সুবিধা আনা হয়েছে। ৯৯ শতাংশ ক্ষেত্রেই সেলফ অ্যাসেসমেন্টের মাধ্যমে আয়কর দাখিল করার ব্যবস্থা হয়েছে। কর দাখিলের ক্ষেত্রে আরও সরলীকরণের পথেই হাঁটা হবে বলে ইঙ্গিত দিয়েছেন নির্মলা সীতারামন। আগামী সপ্তাহে নতুন আয়কর বিল পেশ করা হবে বলে জানিয়েছেন তিনি।