• ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে করছাড়! বাজেটে মধ্যবিত্তর জন্য বড় ঘোষণা নির্মলার
    প্রতিদিন | ০১ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাজেট অধিবেশন শুরুর আগেই তাৎপর্যপূর্ণভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বলতে শোনা গিয়েছিল, “প্রার্থনা করব মা লক্ষ্মী গরিব এবং মধ্যবিত্তদের উপর সদয় হবেন।” অর্থাৎ মধ্যবিত্তের দিকে যে নজর দেবে সরকার, সেটার ইঙ্গিত ছিল। নির্মলার বাজেট (Union Budget 2025) ঘোষণায় সেই সম্ভাবনা সত্যি হল। নির্মলার বাজেটে ঘোষণা, ১২ লক্ষ টাকা পর্যন্ত কোনও কর দিতে হবে না।

    বাজেট ভাষণে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ঘোষণা করলেন, নতুন করকাঠামো অনুযায়ী ১২ লক্ষ টাকা পর্যন্ত সাধারণ রোজগারে কোনও আয়কর দিতে হবে না। তবে এই রোজগারের মধ্যে ক্যাপিটাল গেইন থাকলে সে ক্ষেত্রে এই ছাড় প্রযোজ্য হবে না। নির্মলার ঘোষিত আয়কর নতুন আয়কর স্ল্যাব অনুযায়ী, ০ থেকে ৪ লক্ষ টাকা করে কোনও কর দিতে হবে না। ৪-৮ লক্ষ রোজগারে ৫ শতাংশ কর। ৮-১২ লক্ষ টাকা করে কর হার ১০ শতাংশ। ১২-১৬ লক্ষ রোজগারে করের হার ১৫ শতাংশ। ১৬-২০ লক্ষ রোজগারে করের হার ২০ শতাংশ। ২০-২৪ লক্ষ টাকা পর্যন্ত ২৫ শতাংশ কর। এবং ২৪ লক্ষ টাকার বেশি রোজগারে করের হার ৩০ শতাংশ।

    নতুন করকাঠামো অনুযায়ী, বিভিন্নরকম ছাড়, বিনিয়োগ, স্ট্যান্ডার্ড ডিডাকশন ধরলে ১২ লক্ষ ৭৫ হাজার টাকা পর্যন্ত রোজগারে বেতনভুকদের কোনও কর দিতে হবে না। ১৮ লক্ষ টাকা পর্যন্ত যাঁদের বার্ষিক রোজগার, তারাও ৭০ হাজার টাকা পর্যন্ত ছাড় পাবেন। ২৫ লক্ষ টাকা পর্যন্ত রোজগারে ১ লক্ষ ১০ হাজার টাকা পর্যন্ত ছাড় পাবেন করদাতারা। তার চেয়ে বেশি রোজগারের ক্ষেত্রেও সব মিলিয়ে কর কমবে। যার অর্থ মধ্যবিত্তদের হাতে বাড়তি নগদ থাকবে। যা পরোক্ষে অর্থনীতিতে চাহিদা বাড়ানোর উদ্যোগ হিসাবে দেখা হচ্ছে।

    এদিন বাজেট (Union Budget 2025) বক্তৃতায় নির্মলা সীতারমণ জানিয়েছেন, আগামী সপ্তাহেই নতুন আয়কর আইন আনবে কেন্দ্র। আইনেও ন্যায়সংহিতার মতো ‘ন্যায়ে’র দিকে নজর দেওয়া হবে। আরও সরলীকরণ হবে করকাঠামোর। সহজ ভাষায় লেখা হবে নতুন আয়কর আইন। যাতে করদাতা এবং করগ্রহীতা দুপক্ষেরই সুবিধা হয়। KYC পদ্ধতি সরলীকরণ করা হবে।
  • Link to this news (প্রতিদিন)