• ভোট বলেই বিহারের দিকে মন দিয়েছে, বাংলা বঞ্চিতই: অভিষেক
    এই সময় | ০১ ফেব্রুয়ারি ২০২৫
  • কেন্দ্রীয় বাজেটে ফের বাংলাকে বঞ্চিত করা হলো বলে দাবি তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বাংলা থেকে ১২ জন BJP সাংসদ থাকা সত্ত্বেও এ রাজ্যের জন্য কোনও ঘোষণা নেই কেন? প্রশ্ন তুলে সরব অভিষেক। বাংলার BJP সাংসদরা এই মর্মে কোনও প্রতিবাদ করেননি না বলেও অভিযোগ তাঁর।

    শনিবার সংসদে বাজেট ২০২৫-২৬ পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ভোটমুখী বিহারের জন্য দরাজ হস্ত হলেন নির্মলা। বাদ গেল না গুজরাটও। বাংলা তথা অন্যান্য অ-বিজেপি রাজ্যের জন্য বাজেটে কোনও ঘোষণা না থাকায় সরব তৃণমূল। এ প্রসঙ্গে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এ দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘যখন ১৮ জন BJP সাংসদ জিতেছিলেন, তখনও বাংলা কিছু পায়নি। এখন ১২ জন রয়েছেন। এখনও বাংলাকে কিছু দেওয়া হলো না। এই ১২ জন BJP সাংসদ এ নিয়ে কোনও প্রতিবাদও করবেন না। বাংলা দীর্ঘদিন ধরে বঞ্চিত, আজও বঞ্চিত।’

    তাঁর অভিযোগ, 'এর আগে অন্ধ্রপ্রদেশে নির্বাচন ছিল। তাই সেই রাজ্যের জন্য ঢালাও ঘোষণা করা হয়েছিল। ২০২৫ সালের নভেম্বর মাসে বিহারে নির্বাচন রয়েছে, সে কারণে বিহারের দিকে মন দিয়েছে কেন্দ্রীয় সরকার। ২০১৪ সালে BJP সরকার কেন্দ্রে ক্ষমতায় আসার পর থেকে বাংলার জন্য কিছুই করা হয়নি।’ এর পরই অভিষেকের তোপ, ‘এরা তো নির্বাচনকে মাথায় রেখেই সবটা করে। সাধারণ মানুষের জন্য তো কিছু করে না।’

    ১২ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে কর ছাড় দেওয়ার কথা এ দিন ঘোষণা করেছেন নির্মলা সীতারামন। এ প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এক দিকে ১২ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে কর ছাড়ের কথা ঘোষণা করেছেন। অন্য দিকে, আবার করের নয়া কাঠামোর কথাও জানিয়েছেন। গোটা বিষয়টাই খুব অস্পষ্ট। বাজেটের সম্পূর্ণটা পড়ে তবেই যা বলার বলব।’

  • Link to this news (এই সময়)