এই সময়, কোচবিহার: মাধ্যমিক পরীক্ষার আয়োজনের দায়িত্ব দিয়েছে শিক্ষা দপ্তর। অথচ পর্যাপ্ত পরিকাঠামোই নেই সেখানে। পরীক্ষা নিতে ছাত্রছাত্রীদের বেঞ্চে বসানোর কথা। সেই সংখ্যক বেঞ্চ নেই। জেলা শিক্ষা দপ্তরে বিষয়টি জানিয়েও লাভ হয়নি বলে অভিযোগ। এক প্রকার হাত তুলে নিয়েছে কোচবিহারের রামকৃষ্ণ বয়েজ় হাই স্কুল। এই পরিস্থিতিতে পরীক্ষার আয়োজন করতে অন্যান্য স্কুল থেকে এখন বেঞ্চ সংগ্রহ করতে বলা হয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষকে।
১০ ফেব্রুয়ারি শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। ২২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। রামকৃষ্ণ বয়েজ় হাই স্কুল মাধ্যমিক পরীক্ষার অন্যতম সেন্টার। ন’টি স্কুলের ছাত্রছাত্রীরা সেখানে পরীক্ষা দিতে আসবে। সব মিলিয়ে পরীক্ষার্থীর সংখ্যা ৪৩১। অথচ তাদের যে সমস্ত ক্লাসরুমে পরীক্ষা নেওয়া হবে, সেখানে পর্যাপ্ত সংখ্যক বেঞ্চই নেই।
কোথায় বসবে তারা?
বিষয়টি জেলা বিদ্যালয় পরিদর্শকের দপ্তরে জানিয়েছিল বিদ্যালয় কর্তৃপক্ষ। সেখান থেকে নির্দেশ এসেছে — অন্য স্কুলের বেঞ্চ এনে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে হবে। তাই বাধ্য হয়ে তারা পার্শ্ববর্তী দুই–তিনটে স্কুল থেকে বেঞ্চ সংগ্রহের কাজ শুরু করেছেন। প্রশ্ন উঠেছে, পরিকাঠামো না–থাকা সত্ত্বেও ওই স্কুলে কী ভাবে এত বড় পরীক্ষার আয়োজন করা হলো?
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলু মুর্মু জানিয়েছেন, লোকসভা নির্বাচনের সময়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এখানে বেশ কিছুদিন ছিলেন। সেই সময় একাধিক বেঞ্চ নষ্ট হয়েছে। তার আগে করোনার সময়ে ভিন রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকদের এনে রাখা হয়েছিল এই স্কুলে। তখনও বেশ কিছু বেঞ্চ নষ্ট হয়েছে।
বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। কিন্তু, নতুন বেঞ্চ পাঠানো হয়নি। এর মধ্যে মাধ্যমিক পরীক্ষার আয়োজন করতে বলা হয়েছে। জানা গিয়েছে, চকচকা উচ্চ বিদ্যালয়, পেস্টারঝাড় উচ্চ বিদ্যালয়, রামকৃষ্ণ গার্লস, সিস্টার নিবেদিতা–সহ ন’টি স্কুলের পরীক্ষার্থীরা মাধ্যমিক পরীক্ষা দেবে এই রামকৃষ্ণ বয়েজ় স্কুলে।
সমস্ত বিষয়টি নিয়ে পর্ষদের দিকেও অভিযোগের আঙুল উঠেছে। মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি অন্তত তিন মাস আগে থেকেই শুরু হয়ে যায়। প্রশ্ন উঠেছে, যে স্কুলে ন’টি স্কুলের পরীক্ষার্থীরা পরীক্ষা দেবে, সেখানে এই সমস্যা আগেই কেন মিটিয়ে নেওয়া হলো না? পরীক্ষার মুখে কেন বেঞ্চ সংগ্রহ করতে হবে শিক্ষকদের? তবে কোচবিহারের শুধুমাত্র রামকৃষ্ণ বয়েজ় হাই স্কুলেই নয়, পর্যাপ্ট বেঞ্চ না–থাকার এই সমস্যা রয়েছে মাথাভাঙার বিশুকেতু ধর্মেশ্বরী বালিকা বিদ্যালয়েও। সেখানেও মাধ্যমিক পরীক্ষার সিট পড়েছে।
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের কোচবিহার জেলার আহ্বায়ক সঞ্জয় কুমার সরকার জানিয়েছেন, রামকৃষ্ণ বয়েজ় হাই স্কুল স্থানীয় চকচকা উচ্চ বিদ্যালয় থেকে ৫৫ জোড়া বেঞ্চ নেবে। মাথাভাঙার স্কুলটি স্থানীয় আঙ্গারকাটা পাড়াডুবি হাই স্কুল থেকে ৩০ জোড়া বেঞ্চ নিয়ে পরীক্ষা চালাবে বলে সিদ্ধান্ত হয়েছে। জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) সমর চন্দ্র মণ্ডল জানিয়েছেন, ওই দু’টি বিদ্যালয়ে এই সংক্রান্ত সমস্যা রয়েছে। তবে তাতে পরীক্ষায় কোনও সমস্যা হবে না। সমাধান করে ফেলা হয়েছে। কোচবিহার জেলায় সব মিলিয়ে ১১৭টি কেন্দ্রে ৪৫ হাজার ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দেবে।