• মোবাইলের আসক্তি ছাড়ানোর বার্তা মধ্যমগ্রামের সরস্বতী পুজোর মণ্ডপে
    এই সময় | ০১ ফেব্রুয়ারি ২০২৫
  • এই সময়, মধ্যমগ্রাম: স্কুল, কলেজের গণ্ডি বছর ২০ আগেই শেষ করেছেন তাঁরা। এখন কেউ চাকরি করেন, কেউ করেন ব্যবসা। বর্তমান সময়ে দাঁড়িয়ে তাদেরই উপলব্ধি হয়েছে, ইদানীং স্কুল,কলেজের পড়ুয়াদের মধ্যে মোবাইলের প্রতি আসক্তি বেড়েছে। তুলনায় কমেছে বই পড়ার অভ্যাস।

    মোবাইলে আসক্তি নিয়ে অভিভাবকদের বকুনির জেরে আত্মঘাতীও হয় পড়ুয়ারা। এই পরিস্থিতিতে নতুন প্রজন্মের ছাত্র, যুবকদের বার্তা দিতে এ বছর ছকভাঙা সরস্বতী আরাধনায় ব্রতী হয়েছেন মধ্যমগ্রাম শ্রীনগরের বিবেকানন্দ প্রথম সরণির গ্রেট ইউনাইটেড ক্লাবের রাজু চন্দ এবং তাঁর কয়েকজন বন্ধু।

    এ বছর তাঁদের সরস্বতী পুজোর থিম ‘মাটির ঘরে শিক্ষার আলো’। বাগ্দেবী এখানে গ্রাম বাংলার আটপৌরে মায়ের রূপে অধিষ্ঠিত মণ্ডপে। তিনি স্কুলের বাচ্চার হাত থেকে মোবাইল নিয়ে নিচ্ছেন। অন্যহাতে ছেলের হাতে তুলে দিচ্ছেন বই। বার্তা, ‘ফোন ছাড়ো, বই ধরো’।

    গ্রেট ইউনাইটেড ক্লাবের সরস্বতী পুজো এ বার দ্বিতীয় বছরের। এ বছর একটু অন্যরকম থিমের ভাবনায় সরস্বতী পুজোর প্রস্তুতি প্রায় চার মাস আগেই শুরু করেছিলেন রাজু। যামিনী রায়ের ছবি সংগ্রহ করা থেকে আনুষঙ্গিক সামগ্রী জোগাড়ের পর গত একমাস ধরে চলেছে মণ্ডপ তৈরির কাজ। থিম অনুযায়ী গোটা ভাবনার কুশীলব রাজু।

    বিবেকানন্দ প্রথম সরণির ধারেই প্রায় ৩০ ফুট উচ্চতায় তৈরি হয়েছে মণ্ডপ। বাঁশ, প্লাই, প্লাস্টিকের চামচ, ফাইবারের হাঁসের সঙ্গেই মণ্ডপ সাজানো হয়েছে সহজপাঠ, বাংলা বর্ণমালায়।

    এই প্রসঙ্গে রাজু বলেন, ‘মোবাইলের নেশা মারাত্মক চেহারা নিয়েছে। মোবাইলের আসক্তির কারণে স্কুলের বই পড়ার অভ্যাস কমে গিয়েছে ছেলেমেয়েদের। নতুন প্রজন্মের পড়ুয়াদের কাছে আমরা দাদার মতো। তাই, তাদের এই আসক্তি থেকে সরিয়ে আনার জন্যই সরস্বতী পুজোর মণ্ডপ সজ্জার মাধ্যমে এই বার্তা দিতে চেয়েছি।’

  • Link to this news (এই সময়)