• মানসের পদত্যাগ
    আনন্দবাজার | ০১ ফেব্রুয়ারি ২০২৫
  • কলকাতা হাই কোর্টের নির্দেশ মতো রাজ্য মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রার পদ থেকে ইস্তফা দিলেন মানস চক্রবর্তী। ২০১৯ সালে অবসর নিলেও নিয়ম বহির্ভূত ভাবে তিনি রেজিস্ট্রার পদে রয়েছেন বলে জানিয়েছিল স্বাস্থ্য দফতর। হাই কোর্টে জনস্বার্থ মামলা হয়েছিল। বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে আদালত মানসকে আজ, শুক্রবার বিকেলের মধ্যে পদত্যাগের নির্দেশ দিয়েছিল। সূত্রের খবর, রেজিস্ট্রার পদে স্থায়ী নিয়োগের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করেছে কাউন্সিল। সেটি সম্পন্ন না হওয়া পর্যন্ত সহকারী রেজিস্ট্রারদের মধ্যে কাউকে অস্থায়ী ভাবে দেওয়া হবে রেজিস্ট্রারের দায়িত্ব।

    অন্য দিকে, কাউন্সিলকে সদস্যদের মাসোহারা ও ভাতা দেওয়ার জন্য রাজ্য সরকার কোনও অনুমোদন দিয়েছে কি না, তা খতিয়ে দেখা হোক বলে দিন কয়েক আগে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে ই-মেল করেছেন কাউন্সিলের নির্বাচিত সদস্য চিকিৎসক কৌশিক বিশ্বাস। সূত্রের দাবি, কাউন্সিলের শুধু তিন সদস্য ৫০ হাজার টাকা মাসোহারা পাওয়ার পাশাপাশি ‘পিনাল অ্যান্ড এথিক্স’ কমিটির সদস্যেরা বৈঠকে হাজির হলে এক হাজার এবং বোর্ড মিটিংয়ে হাজির থাকলে কাউন্সিল-সদস্যদের দু’হাজার টাকা করে ভাতাও দেওয়া হয়। এবং ভাতা প্রতিটি বৈঠকের জন্যই ধার্য্য। সভাপতি সুদীপ্ত রায় এবং সহ-সভাপতি সুশান্ত রায় মাসোহারার প্রস্তাব কাউন্সিলের বৈঠকে পাশ করান বলে অভিযোগ।

    এ দিন মানস বলেন, “হাই কোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে সভাপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছি। স্বাস্থ্যসচিবের সঙ্গেও কথা বলেছিলাম। তিনি শুধু জানিয়েছেন, আমার পুনর্নিয়োগে পদ্ধতিগত ত্রুটি ছিল। আমার বিরুদ্ধে আর কোনও অভিযোগের কথা উনি বলেননি।”

  • Link to this news (আনন্দবাজার)