• নেশার ঝোঁকে ঘুমন্ত ছেলেকে ইট দিয়ে থেঁতলে খুন বাবার, শিউরে ওঠার মতো ঘটনা বনগাঁয়
    এই সময় | ০১ ফেব্রুয়ারি ২০২৫
  • ইট দিয়ে থেঁতলে ছেলেকে খুনের অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনা উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁয়। মৃত যুবকের নাম আশিস বিশ্বাস। সাংসারিক বিবাদের জেরে ঘুমন্ত অবস্থায় ওই যুবককে হত্যা করা হয়েছে বলে দাবি পরিবারের। ঘটনার পর থেকেই অভিযুক্ত অমল বিশ্বাস পলাতক। তদন্ত শুরু করেছে পুলিশ।

    স্থানীয় সূত্রে খবর, বনগাঁ পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের মিলনপল্লি এলাকার বাসিন্দা ওই যুবক। শুক্রবার সন্ধ্যায় যুবক বাড়িতেই ঘুমিয়ে ছিলেন। সেই সময়েই তাঁর মাথায় ইট দিয়ে জোরালো আঘাত করা হয়। যুবকের মা বাড়িতে ছিলেন না। বাড়ি ফিরে দেখেন ছেলে রক্তাক্ত অবস্থায় ঘরে পড়ে রয়েছে। তড়িঘড়ি তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকে আরজি কর হাসপাতালে স্থানান্তরিত করা হলেও যুবককে বাঁচানো যায়নি।

    নিহত যুবকের মা অভিযোগ করেছেন, তাঁর স্বামী অভিযুক্ত অমল বিশ্বাস নেশাগ্রস্ত ছিলেন। পারিবারিক কোনও কারণে বাবা-ছেলের মধ্যে বিবাদ হয়েছিল। সেই রাগ থেকে ছেলেকে ইট থেঁতলে খুন করা হয়েছে বলে দাবি। তাঁর স্বামী মানসিকভাবে কিছুটা অসুস্থ বলেও দাবি করা হয়েছে। ঘটনার তদন্ত করে দেখেছে বনগাঁ থানার পুলিশ।

    তবে এলাকায় হেরোইন, মদ, গাঁজা-সহ একাধিক মাদক দ্রব্য বিক্রির রমরমা বেড়েছে বলে অভিযোগ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, এলাকার সুস্থ পরিবেশ দীর্ঘদিন ধরেই নষ্ট হচ্ছে। পুলিশ প্রশাসনকে একাধিকবার অভিযোগ জানিয়েও কোনও সুরাহা মেলেনি। স্থানীয় কাউন্সিলার চিরঞ্জিত বিশ্বাস বলেন, ‘শুনেছি ওই ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় নিজের ছেলেকে মেরে ফেলেছেন। পুলিশ বিষয়টা তদন্ত করে দেখুক।’ ওই এলাকায় মাদক ব্যবসার বাড়বাড়ন্ত নিয়ে কাউন্সিলারের বক্তব্য, ‘এরকম অভিযোগ আমিও পেয়েছি। এই সমস্যার সমাধানের চেষ্টা করছি।’

  • Link to this news (এই সময়)