• এক মিনিটে ৫৮টি জীবজন্তুর বৈজ্ঞানিক নাম, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড দুর্গাপুরের একরত্তির
    এই সময় | ০১ ফেব্রুয়ারি ২০২৫
  • মাত্র ৭ বছর বয়েসে এক মিনিটে ৫৮টি জীবজন্তুর বৈজ্ঞানিক নাম গড়গড়িয়ে বলে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলল দুর্গাপুরের খুদে শ্রীহান পাল। প্রখর স্মৃতিশক্তির অধিকারী দ্বিতীয় শ্রেণীর এই পড়ুয়া এর আগে ১৯৫টি সামুদ্রিক প্রাণীর বৈজ্ঞানিক নাম বলে ইন্ডিয়া বুক অব রেকর্ডে নাম তুলেছিল।

    ৬ বছর বয়সে বাংলা টেলিভিশনের সৌরভ গঙ্গোপাধ্যায়ের রিয়েলিটি শো-তে প্রশ্নের উত্তর দিয়ে তাক লাগিয়েছিল সে। প্রতিভাবান খুদে শ্রীহান গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তোলায় গর্বিত দুর্গাপুর শিল্পাঞ্চলবাসী।

    দুর্গাপুর নিউ টাউনশিপ থানার হরিবাজার এলাকার বাসিন্দা শ্রীহান। সে বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুলের দ্বিতীয় শ্রেণীর পড়ুয়া। তার বাবা সৌরভ পাল স্থানীয় বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের সহকারী অধ্যাপক। মা পৌলমি পাল বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুলের শিক্ষিকা।

    সৌরভ বলেন, ‘শ্রীহান আড়াই বছর বয়স থেকে সমস্ত কিছুর বিষয়ে জানার আগ্রহ প্রকাশ করতো। ছোট থেকেই ওর স্মৃতিশক্তি প্রখর। প্রথম দিকে ও সৌরবিদ্যুতের উৎস ও তার সম্পর্কে জানতে আগ্রহী হয়। হিন্দু ধর্মের দেবদেবীর বই, স্বাধীনতা সংগ্রামী ও মনীষীদের জীবনকাহিনী ছাড়াও ভারতীয় ইতিহাস অধিকাংশ বই ওর পড়া। পাশাপাশি সৌরজগত সম্বন্ধে সে জ্ঞান অর্জন করেছে। পড়াশোনার পাশাপাশি যোগ ব্যায়াম ও ছবি আঁকার আগ্রহ রয়েছে শ্রীহানের।’

    ২০২২ সালে বিশ্বের ১৯৫টি দেশের নাম, তাদের রাজধানীর নাম ও ভারতের সমস্ত রাজ্যের নাম মুখস্ত করে ফেলেছিল শ্রীহান। এছাড়াও বিশ্বের প্রতিটি রাষ্ট্রের পতাকা চিহ্নিত করে ১৬ মিনিটে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম তুলেছিল দুর্গাপুরের এই খুদে পড়ুয়া।

  • Link to this news (এই সময়)