পুরোনো গয়না বদল করার নামে সোনার দোকানে চুরি। ‘নিখুঁত প্ল্যান’ কষেও শেষ রক্ষা হলো না। শুক্রবার পুলিশের জালে ধরা পড়ল মগরার দম্পতি।
পুলিশ সূত্রে খবর, গত মঙ্গলবার দুপুরে হুগলির জেড্ডা মার্কেটে একটি সোনার দোকানে ক্রেতা সেজে ঢোকেন এক দম্পতি। পুরনো গয়না বদল করে নতুন গয়না কিনতে চান তাঁরা। বিভিন্ন ধরনের গয়না ঘুরিয়ে ফিরিয়ে দেখেওছিলেন। দম্পতি যখন নানা ধরনের গয়না দেখছিলেন, সেই সময়ে দোকানদার অন্যদিকে নজর ঘুরিয়েছিলেন সামান্য সময়ের জন্য। তখনই নাকছাবির একটি গোছা সরিয়ে ফেলেন তাঁরা। কিছুক্ষণ পরে যুগল দোকানদারকে জানান, কোনও গয়নাই তাঁদের খুব একটা পছন্দ হয়নি এবং এরপরেই তাঁরা দোকান থেকে বেরিয়ে যান।
তাঁরা চলে যাওয়ার পরে গয়না গুছিয়ে তুলে রাখতে যান দোকানের মালিক বিশ্বজিৎ বৈদ্য। সেই সময়েই তিনি বুঝতে পারেন কিছু গয়না কম রয়েছে। সোনার নাকছাবির যে প্যাকেট তিনি ওই যুগলের কাছে রেখেছিলেন তা ওজন করেই ব্যবসায়ী বুঝতে পারেন, কিছু সোনার নাকছাবি খোয়া গিয়েছে। এরপরেই দোকানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন তিনি।
দোকান মালিক বুধবার চুরির অভিযোগ দায়ের করেন চুঁচুড়া থানায়। পুলিশ তদন্তে নেমে শুক্রবার মগরার গজঘণ্টা থেকে কার্তিক অধিকারী এবং মৌমিতা অধিকারী নামে ২ জনকে গ্রেপ্তার করে। তাঁদের থেকে কিছু গয়না উদ্ধার হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দম্পতি ঘটনার দিন ৩টি সোনার দোকানে ঢুকেছিল। কিন্তু চুরির মতো সুযোগ কোনও দোকানেই পাননি তাঁরা। পরে জেড্ডা মার্কেটের দোকানে সুযোগ বুঝে হাতসাফ করেন। অতীতেও এই ধরনের ঘটনার সঙ্গে দম্পতি যুক্ত ছিলেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।