• শিয়ালদার এই লাইনে দু’দিন নিয়ন্ত্রণে ট্রেন চলাচল, বিরাট সমস্যার মুখে পড়তে হতে পারে যাত্রীদের...
    আজকাল | ০১ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: রবিবার এবং সোমবার সরস্বতী পুজো। রাজ্য প্রশাসনের নির্দেশে পূর্ব রেলের শিয়ালদা শাখা সরস্বতী পুজোর বিসর্জন উপলক্ষে আগামী ৩ ফেব্রুয়ারি, ৪ ফেব্রুয়ারি এবং ৫ ফেব্রুয়ারি বিকেল চারটে থেকে পরের দিন ভোর পাঁচটা পর্যন্ত চক্ররেলের পরিষেবায় বিশেষ নিয়ন্ত্রণ আনতে চলেছে।  বেশ কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে, তিনটি ইএমইউ লোকাল (30312, 30314 ও 30122) কলকাতা স্টেশনে যাত্রা শেষ করবে।

    তিনটি লোকাল (30331, 30111 ও 30313) কলকাতা স্টেশন থেকে যাত্রা শুরু করবে। আরও একজোড়া লোকাল (30154 ও 30123) চক্ররেলের বদলে শিয়ালদা স্টেশনে যাত্রা শেষ করবে। জানানো হয়েছে, একজোড়া লোকাল (30711 ও 30552) বালিগঞ্জ স্টেশনে যাত্রা শেষ করবে। একটি লোকাল (30112) বালিগঞ্জ স্টেশনে যাত্রা শেষ করবে। একটি লোকাল (30332) কাঁকুড়গাছি রোড জংশন-বালিগঞ্জ রুট হয়ে মাঝেরহাট যাবে। দুটি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। শিয়ালদা থেকে বারুইপুরের স্পেশাল একটি ট্রেন শিয়ালদা থেকে সন্ধ্যা সাতটা দশ নাগাদ ছেড়ে বালিগঞ্জ থেকে বারুইপুরের পথে যাবে।
  • Link to this news (আজকাল)