• ১ লাখের বাইক বিক্রি হবে ১০ হাজার টাকায়, এই সুযোগ হারাবেন না, বিজ্ঞাপন দিয়ে জানাল চোর...
    আজকাল | ০১ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: একের পর এক দামি বাইক চুরি। প্রতিদিনই অভিযোগ পুলিশের কাছে। অথচ চোরের সন্ধান পাওয়া যাচ্ছিল না। এর মধ্যেই হাতে এল হোয়াটসঅ্যাপে একটি বিজ্ঞাপন। ১ লক্ষ টাকা দামের বাইক বিক্রি হবে মাত্র ১০ হাজার টাকায়। সন্দেহ হওয়ায় যোগাযোগ করে পুলিশ। শেষপর্যন্ত ক্রেতা সেজে চোর পাকড়াও। পূর্ব মেদিনীপুরের পুলিশের তৎপরতায় উদ্ধার হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে চুরি ৩০টি বাইক। ধরা পড়েছে চক্রের পান্ডা সৈকত সামন্ত-সহ বেশ কয়েকজন। 

    জানা গিয়েছে, জেলায় বাইক চুরির তদন্তে নেমে পুলিশ জানতে পারে কাঁথি এলাকার যুবক সৈকত রীতিমতো বিজ্ঞাপন দিয়ে জানাচ্ছে তার কাছে খুব ভালো মানের বাইক বিক্রি আছে। দাম ১ লক্ষ টাকা হলেও সে ১০ হাজারে দিয়ে দেবে। সন্দেহ হওয়ায় পুলিশ ক্রেতা সেজে যোগাযোগ করে তার সঙ্গে। হোয়াটসঅ্যাপে 'ক্রেতা' পুলিশকর্মীকে একটি ছবি পাঠায় সৈকত। এদিক থেকে পছন্দ হওয়ার কথা জানালেই রামনগরের কাছে একটি জায়গায় বাইক হাতে তুলে দেবে বলে সৈকত ওই পুলিশকর্মীকে জানায়। দাম ঠিক হয় ১৫,০০০ টাকা।

    নির্দিষ্ট দিনে ক্রেতা সেজে ওই পুলিশকর্মী যান। সেইসঙ্গে আগে থেকেই গোটা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়েন পুলিশকর্মীরা। বাইক নিয়ে আসা মাত্রই তাকে ঘিরে ফেলা হয়। এরপর শুরু হয় জেরা। উঠে আসে একের পর এক চুরির ঘটনা। দেখা যায় রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বাইক চুরি করে সৈকত ও তার দলের সদস্যরা রামনগরের ঠিকরা মোড়ে তার শ্বশুরবাড়িতে এনে রেখে সেখান থেকেই বিক্রি করত। পুলিশি অভিযানে উদ্ধার হয় ৩০টি চুরি যাওয়া বাইক। যার মধ্যে ১৭টি বাইক কাঁথি আদালতের নির্দেশে পুলিশ তার আসল মালিকদের ফিরিয়ে দিয়েছে। এর আগে বেশ কিছু চোরাই বাইক সৈকত আসল দামের থেকে অনেক কম দামে বিক্রি করে দিয়েছে। যেগুলি সন্ধান চালাচ্ছে পুলিশ এবং সেইসঙ্গে অভিযুক্তদের জেরা করে দলটির বাকি সদস্যদের খোঁজ করা হচ্ছে।
  • Link to this news (আজকাল)