• সুন্দরবনে বাড়ছে পাখির সংখ্যা, পর্যটন ব্যবসায় খুশির হাওয়া
    আজকাল | ০১ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক :  নিজের রূপে ফিরছে সুন্দরবন। ধীরে ধীরে সেখানে বাড়ছে পাখির সংখ্যা। সমীক্ষা থেকে দেখা গিয়েছে সুন্দরবনে বর্তমানে ৩২ হাজার পাখির বাস রয়েছে। বিগত বছরের তুলনায় এটি প্রায় ২৫০ শতাংশ বেশি। সুন্দরবনে একটি পাখি উৎসব হয়েছিল। সেখান থেকেই এই সমীক্ষার খবর উঠে এসেছে।

    বিগত বছরে এখানে ১৩৫ প্রজাতির সরীসৃপ ছিল সেখানে বর্তমানে ১৫৪ প্রজাতির সরীসৃপ রয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন ধীরে ধীরে নতুন জন্ম লাভ করছে সুন্দরবন। ফলে সেখানে ফের বিভিন্ন প্রজাতির পাখিরা এসে নিজেদের বাসা তৈরি করছে। ২৬ জানুয়ারি ২৪ জনের একটি দল গোটা সুন্দরবনের বিভিন্ন এলাকায় ঘুরেছে। তাদের রিপোর্ট হাতে আসার পরই এই তথ্য সামনে এসেছে।

    এখানে এলেই পর্যটকরা নানা ধরণের পাখি দেখতে পাচ্ছেন। এখানেই শেষ নয়, এখানকার জঙ্গলে বাঘের সংখ্যাও ক্রমশ বাড়ছে। যারা এখানকার নদীতে মাছ ধরেন তারাও এখন অনেক বেশি সতর্ক থাকছেন। ফলে সেখান থেকে কুমিরদের উপরেও থাকছে নজরদারি। তবে যেভাবে এখানে পাখির সংখ্যা বেড়েছে তাতে এই সংখ্যা আরও বেশি হবে।

    বিগত কয়েক বছর আগে এখানে পাখির সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছিল। তবে সেখান থেকে ফের একবার নতুন প্রজাতির পাখিরা এসে সুন্দরবনে তাদের বাসা করছে। তাদের দেখে আরও পাখিরা এসে এখানে বাসা করছে। ফলে দ্রুত এখানে পাখির সংখ্যা বেড়েছে।

    রিপোর্ট থেকে দেখা গিয়েছে এখানে ৮ টি নতুন প্রজাতির সরীসৃপ দেখা গিয়েছে। ৯১ টি প্রজাতির নতুন পাখির দেখা মিলেছে। নদীতে বাড়ছে কুমিরের সংখ্যাও। এখানকার পাখিদের মধ্যে ৫১ টি প্রজাতি পরিযায়ী এবং বাকি ১০৩ টি প্রজাতি এখানকার স্থায়ী বাসিন্দা। 

    স্থানীয় বাসিন্দারা মনে করছেন বিগত কয়েক বছরে সুন্দরবনে পরিবেশ যেন নতুনভাবে তৈরি হয়েছে। সেখান থেকে নতুন প্রজাতির পাখিদের আনাগোনা বেড়েছে। এই পরিস্থিতি তৈরি হলে খুব শীঘ্রই সুন্দরবন তার আগের অবস্থায় ফিরে আসবে। এটা একটা ভালো লক্ষণ।  

     
  • Link to this news (আজকাল)