• ক্রেতা সেজে দুঃসাহসিক চুরি সোনার দোকানে, পুলিশের জালে মগরার দম্পতি
    আজকাল | ০১ ফেব্রুয়ারি ২০২৫
  • মিল্টন সেন, হুগলি: পুরোনো গয়না বদল করার নাম করে ক্রেতা সেজে দোকানে ঢুকেই হাত সাফাই। গয়না চুরির দায়ে পুলিশের জালে মগড়ার এক দম্পতি।

    পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দুপুরে কেওটা টায়ার বাগান জেড্ডা মার্কেটে একটি সোনার দোকানে ক্রেতা সেজে ঢোকে এক দম্পতি। পুরোনো গয়না বদল করে নতুন গয়না কেনার কথা বলে। নানা ধরনের গয়না দেখতে দেখতে দোকানদার একটু অন্যদিকে নজর দিতেই নাকছাবির একটি গোছা হাতে করে সরিয়ে ফেলে।  কিছুক্ষণ পর গয়না পছন্দ হয়নি বলে দোকান ছেড়ে বেরিয়ে যায় দম্পতি। 

    তারা চলে যাওয়ার পর গয়না গুছিয়ে তুলতে গেলে দোকান মালিক বিশ্বজিৎ বৈদ্য বুঝতে পারেন যে কিছু গয়না কম দেখাচ্ছে। সোনার নাকছাবির প্যাকেট ওজন করতে বুঝতে পারেন বেশ কিছু নাক ছাবি নেই। তখনই দোকানের সিসিটিভি ফুটেজ দেখে বুঝতে পারেন। 

    এরপর দোকান মালিক বুধবার চুরির অভিযোগ দায়ের করেন চুঁচুড়া থানায়। পুলিশ তদন্তে নেমে মগড়ার গজঘণ্টা থেকে কার্তিক অধিকারী ও মৌমিতা অধিকারী নামে ওই দম্পতিকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে কিছু সোনার গয়না উদ্ধার করে। আজ চুঁচুড়া আদালতে পেশ করে নিজেদের হেফাজতে পুলিশ নিয়ে বাকি গয়না উদ্ধার করবে বলে জানা গেছে।

    পুলিশ সূত্রে আরও জানা গেছে, ওই দম্পতি ঘটনার দিন স্কু্টার নিয়ে তিনটি দোকানে পুরোনো গয়না বদল করার নাম করে ঢুকেছিল। কিন্তু সুযোগ না পেয়ে বেরিয়ে যায়।পরে কেওটার দোকান থেকে ক্রেতা সেজে চুরি করে পালায়। যদিও শেষ রক্ষা হয়নি। আগেও এই ধরনের চুরির অভিযোগ আছে কিনা তাদের বিরুদ্ধে, সেটা দেখার পাশাপাশি দম্পতি কেন এই ধরনের কাজ করেন, সেটাও জানার চেষ্টা করবে পুলিশ।
  • Link to this news (আজকাল)