• অনলাইন গেমিং অ্যাপের প্রতরণা চক্রের হদিস, ১০ জনকে গ্রেপ্তার করল নিউটাউন থানার পুলিশ...
    আজকাল | ০১ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: অনলাইন গেমিং অ্যাপের মাধ্যমে কোটি টাকার প্রতারণা চক্রের হদিস মিলল নিউটাউনে। প্রায় দেড় মাসে কোটি টাকা প্রতারণার অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করল নিউটাউন থানার পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে দুবাই যোগের খোঁজ পাওয়া গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিউটাউনের সিই-১৩২ নম্বর বাড়িতে একটি অফিস খোলা হয়েছিল। সেখান থেকেই চলত প্রতারণা চক্র। সেই অফিসে হানা দিয়ে উদ্ধার হয়েছে প্রচুর নথি, ১০০টি সিম কার্ড, ১০০টি ব্যাঙ্কের পাসবই, ১০০টি এটিএম কার্ড। শনিবার ধৃতদের বারাসাত কোর্টে তোলা হবে। ধৃতরা মূলত উত্তরাখন্ড ও ছত্রিশগড়ের বাসিন্দা বলে জানা গিয়েছে।

    পুলিশ জানিয়েছে, এখন যুব সমাজ অনলাইন গেমে মত্ত। আর সেই অনলাইন গেম খেলতে গিয়েই নিঃস্ব হচ্ছেন অনেকেই। পুলিশ সূত্রে খবর, দুবাই থেকে পরিচালিত হওয়া একটি অনলাইন গেমের প্রতারণা চক্র নিউটনের সিই ব্লকে গত এক মাসেরও বেশি সময় ধরে অফিস খুলে কোটি টাকা মতো প্রতারণা করছিল। নিউটাউন থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার সেই অফিসে হানা দেয়। সেখান থেকে মোট ১০ জনকে গ্রেফতার করা হয়। এরা মূলত উত্তরাখান্ড এবং ছত্রিশগড়ের বাসিন্দা। তল্লাশি চালিয়ে অফিস থেকে বহু নথি, সিম কার্ড, এটিএম কার্ড এবং পাসবই উদ্ধার হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, এই গেম যারা ডাউনলোড করেছিলেন তাঁদের প্রথমে একটি নির্দিষ্ট টাকা জমা দিয়ে খেলা শুরু করতে হয়েছিল। প্রথমদিকে জেতা টাকা ফুরিয়ে গেলেও পরবর্তীতে যখন বেশি পরিমাণ টাকা দিয়ে তাঁরা গেম খেলতে শুরু করেন। তখন তাঁদের জেতা টাকা তুলতে করতে গেলে নানা অজুহাত দেখাতে শুরু করে সংস্থা। এইভাবে তাঁরা আর জেতা টাকা ফেরত পাননি। প্রতারণা শিকার হতে হয় তাঁদের। ধৃতদের আজ বারাসত আদালতে তোলা হবে। পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে এই চক্রের সাথে আর কারা কারা জড়িত আছে কোথায় কোথায় অফিস রয়েছে সেই বিষয়ে খোঁজখবর নেবে বলে পুলিশ সূত্রে খবর।
  • Link to this news (আজকাল)