গাড়িতে বসে চোখ লেগে এসেছিল, হঠাৎ বিপুল ঝাঁকুনি, কলকাতার রাস্তায় ভয়াবহ পথ দুর্ঘটনার শিকার তরুণী
আজকাল | ০১ ফেব্রুয়ারি ২০২৫
গোপাল সাহা: আবারও শহরে বেপরোয়া গাড়ি চালানোর শিকার এক যাত্রী। দুর্ঘটনার কবলে পড়লেন এক তরুণী। যার জেরে পেছনের সিট থেকে ছিটকে সামনের সিটে এসে পড়লেন তিনি। এই দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন ওই তরুণী। বর্তমানে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি।
জানা গিয়েছে, শনিবার ভোর ৫টা ৫০ মিনিট নাগাদ ঘটে দুর্ঘটনাটি। সেক্টর ফাইভ থেকে বেরিয়ে তথ্যপ্রযুক্তি সংস্থার এক কর্মী বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দেন ক্যাব বুক করে। কিছুটা পথ এগিয়ে সেই ক্যাব যথারীতি ট্রাফিক আইনবিধি লঙ্ঘন করে ভয়াবহ দুর্ঘটনা ঘটায় চিংড়িঘাটার সামনে। বিশেষ সূত্রে খবর, ওই তরুণী যাত্রী বেপোরোয়া গাড়ি চালাতে বারংবার না করলেও কর্ণপাত করেননি চালক। কিছুক্ষণের মধ্যেই দুর্ঘটনার মুখে পড়েন তরুণী।
ঠিক কী ঘটেছিল? চিংড়িঘাটার সামনে সিগন্যাল লাল ছিল। কিন্তু তারপরও বেপরোয়া ক্যাবচালক গাড়ি নিয়ন্ত্রণে রাখতে না পারার কারণে, সামনে থাকা একটি ম্যাটাডোরকে সজোরে ধাক্কা মারে এবং এর ফলে গাড়ির সামনের অংশ ভয়াবহ ক্ষতিগ্রস্থ হয়। গাড়ির সামনের কাচ ভেঙে পড়ে। সারারাত তথ্যপ্রযুক্তি সংস্থায় চাকরির কারণে গাড়িতে একটু ঝিমিয়ে পড়েছিলেন ওই তরুণী। আচমকা ঝাঁকুনি সামলাতে না পেরে ভারসাম্য হারিয়ে সামনের সিটে এসে পড়েন তিনি।
তরুণী আহত হলেও চালকের কোনও ক্ষতি হয়নি। গাড়ির এয়ারব্যাগ বেরিয়ে আসার ফলে প্রাণে বেঁচে যান। পুলিশ গ্রেপ্তার করেছে ওই চালককে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়িটি বেপরোয়াভাবে চলার কারণে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় মানুষের সহায়তা এবং পুলিশি তৎপরতায় গুরুতর আহত তরুণীকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখানেই চিকিৎসা চলছে। রাজ্য সরকারের এত প্রচার এবং কলকাতা পুলিশের এত চেষ্টা সত্ত্বেও ফের গাফিলতি যে এখনও রয়েছে, তা স্পষ্ট হল আরও একবার।