পিয়ালি মিত্র: ব্যারাকপুরের পুলিস কমিশনার বদল। ব্যারাকপুরের কমিশনার পদ থেকে সরিয়ে দেওয়া হল অলোক রাজোরিয়াকে। ব্যারাকপুরের নতুন পুলিস কমিশনার হচ্ছেন অজয় কুমার ঠাকুর। ফের ব্যারাকপুরের পুলিস কমিশনার হচ্ছেন অজয় কুমার ঠাকুর। এ যেন ঠিক উলটপুরাণ! এর আগে ২০২২ সালে অজয় কুমার ঠাকুরকে সরিয়ে ব্যারাকপুরের পুলিস কমিশনার পদে আনা হয়েছিল অলোক রাজোরিয়াকে। তারপর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। এবার অলোক রাজোরিয়াকে সরিয়ে তাঁর জায়গায় আনা হচ্ছে অজয় কুমার ঠাকুরকে।
ডিআইজি ট্রাফিক হিসেবে দায়িত্ব নিচ্ছেন অলোক রাজোরিয়া। প্রশাসনের তরফে এটাকে রুটিন বদলি বলেই দাবি করা হয়েছে। যদিও ব্যারাকপুরের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতেই এমন সিদ্ধান্ত বলে মনে করছে ওয়াকিবহাল মহল। প্রসঙ্গত, নৈহাটিতে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। দিনেদুপুরে রাস্তার উপর খুন হয়েছেন তৃণমূল কর্মী। শুক্রবার দুষ্কৃতীদের গুলিতে খুন হন সন্তোষ যাদব (৩২) নামে এক তৃণমূল কর্মী।
খুনের ঘটনায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলে তৃণমূল নেতৃত্ব। নৈহাটি পানিট্যাংকির কাছে ঘটনাটি ঘটে। আততায়ীরা গুলি করে ও কুপিয়ে খুন করে সন্তোষ যাদবকে। খুনের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বারাকপুরের পুলিস কমিশনার পদে বদল! ব্যারাকপুরের নতুন পুলিস কমিশনার অজয় কুমার ঠাকুর এতদিন কারা বিভাগের ডিআইজি ছিলেন।
উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই পরের পর বেশ কয়েকটি খুনের ঘটনা ঘটে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এলাকায়। শুক্রবার জগদ্দলে খুন হন রাজকুমার চৌধুরী নামে এক যুবক। নৈহাটির উপনির্বাচনের দিন ভাটপাড়ায়য় দুষ্কৃতীদের গুলিতে নিহত হন তৃণমূল নেতা অশোক সাউ। সবমিলিয়ে ব্যারাকপুরের আইনশৃঙ্খলা নিয়ে বিরোধীদের তোপের মুখে পড়ে প্রশাসন।