• মহাকুম্ভে মহাবিশৃঙ্খলায় বাংলার নাগরিকদের পাশে নবান্ন, হেল্পলাইন নম্বর চালু রাজ্য
    হিন্দুস্তান টাইমস | ০১ ফেব্রুয়ারি ২০২৫
  • মহাকুম্ভে মহাবিশৃঙ্খলা হওয়ায় বিপদে পড়েছেন গোটা দেশের মানুষ। বাংলার নাগরিক যাঁরা তাঁরাও পুণ্যলাভ করতে গিয়েছিলেন। কিন্তু ভয়ঙ্কর মৃত্যুর মুখে কিছু মানুষের প্রাণ গিয়েছে। আর কিছু মানুষ ওই সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। যাঁরা ওখানে গিয়ে বিপদে পড়েছেন এবার সেইসব বাংলার নাগরিকদের পাশে ফিরিয়ে আনতে সাহায্যের হাত বাড়িয়ে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সেখানে হারিয়ে যাওয়া, অসুস্থ হয়ে পড়া মানুষজনকে ফিরিয়ে আনতে চাইছে রাজ্য সরকার। আর তাঁদের পাশে দাঁড়াতে এবং সাহায্য করতে রাজ্য সরকার চালু করল হেল্পলাইন নম্বর।

    নবান্ন সূত্রে খবর, বহু মানুষ যোগাযোগ করতে পারছেন না বলে তাঁদের আত্মীয়স্বজন এবং পরিবারের সদস্যরা চিন্তায় ও উৎকণ্ঠায় রয়েছেন। প্রয়াগরাজে মহাকুম্ভে যোগ দিতে বাংলা থেকে বহু মানুষ গিয়েছেন। যে কোনও জরুরি পরিস্থিতি তাঁদের যাতে সাহায্য করা যায় তার জন্য একটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। এক ফোনেই মিটবে সমস্যার সমাধান। যে কোনও জরুরি পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিতে এবার হেল্পলাইন নম্বর চালু করল নবান্ন। রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতরের পক্ষ থেকে চালু করা নম্বর হল— ০৩৩২২১৪ ৩৫২৬। আর টোল ফ্রি নম্বর— ১০৭০। এখানেই ফোন করতে হবে।


    এবার ১৪৪ বছর পর ত্রিবেণী যোগ পড়েছে মহাকুম্ভে। তাই সেখানে রেকর্ড ভিড় হয়েছে। কিন্তু পরিকল্পনা এবং উপযুক্ত নিরাপত্তার অভাবে এমন অঘটন ঘটেছে বলে অভিযোগ বিরোধীদের। বুধবার রাতে মৌনী অমাবস্যায় দ্বিতীয় শাহী স্নান করতে গিয়েই পদপিষ্টের ঘটনা ঘটে। তাতে বাংলার প্রায় ৭ জনের মৃত্যুর খবর মিলেছে। সেখানে বাংলার বহু নাগরিক আটকে রয়েছেন। অনেকে ফেরার দিশা পাচ্ছেন না। তাই নবান্ন এই হেল্পলাইন নম্বর চালু করল যাতে বাংলার মানুষজন নিজ ভূমে ফিরতে পারেন। ইতিমধ্যেই বাংলার মানুষজনকে সাহায্য করতে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে নবান্ন।


    তাছাড়া পদপিষ্ট হয়ে বাংলার পুণ্যার্থীদের মৃত্যুর নিশ্চিত খবর মিলেছে। নিখোঁজ আরও অনেকে। তাঁদের খোঁজে হন্যে হয়ে ঘুরছে পরিবারের সদস্যরা। ভিনরাজ্য থেকে কোনও সঠিক খবর মিলছে না। এই পরিস্থিতিতে পুণ্যার্থীদের জন্য এবার হেল্পলাইন চালু করল রাজ্য সরকার। চূড়ান্ত ভিড়ের চাপে ব্যারিকেড ভেঙে যাওয়ার জেরে পদপিষ্টের ঘটনা ঘটে প্রয়াগরাজের মহাকুম্ভে। তাতে বহু মানুষ মারা গিয়েছেন। ওই বিপর্যয়ের পর কোনও বাঙালি আটকে আছে কিনা সেটা জানতে ক্রমাগত উত্তরপ্রদেশের যোগী সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে নবান্ন।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)