• রেলপ্রকল্পের জন্য় কোথায় জমিজট? দ্রুত পদক্ষেপ নেবে রাজ্য, বড় বৈঠক নবান্নে
    হিন্দুস্তান টাইমস | ০১ ফেব্রুয়ারি ২০২৫
  • বার বারই বিরোধীরা অভিযোগ তোলেন যে জমি জটের জেরে একাধিক রেলপ্রকল্প আটকে যায়। এমনকী রাজ্য সরকারের বিরুদ্ধেও অসহযোগিতার অভিযোগ তোলেন বিরোধীরা। এবার রাজ্য় জুড়ে রেল প্রকল্পের জন্য় জমি সংক্রান্ত জট যত দ্রুত সম্ভব কাটানোর জন্য় নির্দেশ দিলেন রাজ্যের মুখ্য়সচিব মনোজ পন্থ। বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে খবর। 

    রেলের কোনও প্রকল্প যাতে জমি জটের জেরে আটকে না থাকে সেটা দেখার জন্য় প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। কোথায় কোথায় এই ধরনের জমি জট রয়েছে তা খতিয়ে দেখার জন্য বলা হয়েছে। 

    শুক্রবার নবান্নে রেলকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যসচিব। সেখানেই তিনি রেলকর্তাদের সঙ্গে কথা বলেন। কী ধরনের সমস্যা হচ্ছে তা তিনি জানতে চান। কোথায় এই রেলপ্রকল্পের কাজ আটকে রয়েছে সেটা তিনি জানতে চান। রেলদফতরের আধিকারিকরা তাঁকে সবিস্তারে এনিয়ে জানিয়ে দেন। বৈঠকে পরিবহণ সচিব সৌমিত্র মোহনও ছিলেন। 

    রেলের কোন জমিগুলি জবরদখল হয়ে যাচ্ছে সেই প্রসঙ্গও ওঠে এই বৈঠকে। কেন এইভাবে জমি জবরদখল হয়ে যাচ্ছে সেই প্রসঙ্গেও হয় আলোচনা। আন্ডারপাস সহ নানা ক্ষেত্রে কোথায় জমি সংক্রান্ত সমস্যা রয়েছে সেগুলি দ্রুত মিটিয়ে ফেলার ব্যাপারে নির্দেশ দেন মুখ্য়সচিব। সেই সঙ্গে মেট্রো প্রকল্প রূপায়নের ক্ষেত্রে জমি সংক্রান্ত কোন সমস্যা রয়েছে কি না সেটা খতিয়ে দেখার জন্য বলা হয়েছে। 

    এদিকে বিভিন্ন মহলের পক্ষ থেকে অতীতে দাবি করা হয়েছে যে একাধিক রেলপ্রকল্প থমকে গিয়েছে কেবলমাত্র জমি সংক্রান্ত সমস্যার জেরে।সেকারণে এবার দ্রুত যাতে এই সমস্য়াগুলি মিটিয়ে ফেলা হয় সেব্যাপারে বলা হয়েছে। সব মিলিয়ে এবার সামগ্রিক পরিস্থিতিতে রেলের কাজে গতি আসতে পারে বলেই মনে করা হচ্ছে। ওয়াকিবহাল মহলের মতে, জমি অধিগ্রহণ সংক্রান্ত কাজে রেল ও রাজ্যের মধ্য়ে সমণ্বয় না থাকলে সমস্যা বাড়ে। সেকারণে এই ধরনের বৈঠক অত্য়ন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। 
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)