• ‘‌আয়কর ছাড় থেকে প্রবীণ নাগরিকদের কথা ভেবেছে সরকার’‌, নির্মলাকে ধন্যবাদ শুভেন্দু
    হিন্দুস্তান টাইমস | ০১ ফেব্রুয়ারি ২০২৫
  • আজ, শনিবার কেন্দ্রীয় বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তাতে নানা চমক থাকলেও এটা সাধারণ মানুষের পক্ষে বাজেট নয় বলেই বিরোধীরা মনে করছেন। সেখানে কেন্দ্রীয় সরকারের বাজেট পেশের পর এক্স হ্যান্ডেলে নিজের উচ্ছ্বাস প্রকাশ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই বাজেট নয়াদিল্লি এবং বিহার নির্বাচনকে সামনে রেখে করা হয়েছে। তাই অন্ধ্রপ্রদেশ বিশেষ প্রাপ্তি থেকে বঞ্চিত হয়েছে বলে মনে করছেন বিরোধীরা। সেখানে এই বাজেটকে ‘‌মোদীনমিক্স’‌ বলে স্যালুট করেছেন নন্দীগ্রামের বিধায়ক।

    এদিন বাজেট পেশ শেষ হওয়ার পর দেখা যায় বাংলা বঞ্চিতই রয়েছে। সে কথা বলেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে বাংলার বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী বলেন, ‘‌গরিব মানুষ, নারী সমাজ থেকে শুরু করে যুবসমাজের কথা ভেবে এই বাজেট করা হয়েছে। তার জন্য নরেন্দ্র মোদীকে কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি ধন্যবাদ জানাই কেন্দ্রীয় অর্থমন্ত্রীকেও।’‌ বিহারকে এবার ঢালাও বরাদ্দ করা হয়েছে। একাধিক প্রকল্প দেওয়া হয়েছে। সেখানে বাংলা কিছু পায়নি। এই নিয়ে ক্ষোভ রয়েছে। সেখানে শুভেন্দু অধিকারীর এমন প্রশংসা কেন্দ্রীয় বাজেট নিয়ে বেশ তাৎপর্যপূর্ণ।

    আজ কেন্দ্রীয় বাজেট শোনেন বাংলার বিরোধী দলনেতা। আর তারপরই গোটা বিষয়টি নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন তাঁর মতামত। আর সেখানেই শুভেন্দু অধিকারী লিখেছেন, ‘‌মোদীনমিক্সকে স্যালুট। আয়কর ছাড় থেকে শুরু করে প্রবীণ নাগরিকদের কথা ভেবেছে সরকার। আর নারীদের সুরক্ষা থেকে যুবসমাজের দিকেও নজর দেওয়া হয়েছে। এই বাজেট স্কুল শিক্ষার দিকেও গভীরভাবে নজর দিয়েছে। যাতে শিক্ষাক্ষেত্রে অল্প সময়ের মধ্যেই আরও উন্নতি হয়।’‌ তবে বাংলা যে কিছু পেল না এবং বঞ্চিত রইল তা নিয়ে একটি শব্দও খরচ করেননি শুভেন্দু। এটা নিয়ে যা বলা সুকান্ত মজুমদার বলেছেন।



    কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ২০২৫–২৬ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটে এবার ১২ লাখ টাকা পর্যন্ত বার্ষিক আয় করমুক্ত থাকবে বলে ঘোষণা করেছেন। যা মধ্যবিত্ত শ্রেণির জন্য এক গুরুত্বপূর্ণ স্বস্তির বার্তা বলা হচ্ছে। কিন্তু মাসে ১ লাখ টাকা আয় কতজন মানুষের রয়েছে?‌ এই প্রশ্নও উঠতে শুরু করেছে। এতে মধ্যবিত্তের কোনও উপকার হবে না এবং এটা আসলে মধ্যবিত্তের সঙ্গে প্রতারণা বলে পাল্টা এক্স হ্যান্ডেলে তোপ দেগেছেন সাংসদ সাকেত গোখলে। নতুন আয়কর কাঠামো অনুসারে, এই কর ছাড়ের ফলে দেশের সাধারণ চাকরিজীবী এবং ছোট ব্যবসায়ীরা উপকৃত হবেন বলে মনে করেন শুভেন্দু।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)