কেন্দ্র - রাজ্য যুযুধান সম্পর্কের জন্যই সাধারণ বাজেটে বঞ্চিত বাংলা। শনিবার সংসদে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সাধারণ বাজেট পেশের পর স্পষ্ট করে দিলেন রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তৃণমূলকে তাঁর পালটা প্রশ্ন, বিজেপি করে বলে আপনারা একটা ঘর দিচ্ছেন না আর আশা করছেন কেন্দ্র প্রকল্প দেবে আপনাদের?
কেন্দ্রীয় বাজেট জনমুখি ও এর জেরে সাধারণ মধ্যবিত্ত ব্যপক উপকৃত হবে দাবি করে সুকান্তবাবু বলেন, ‘বাংলাকে প্রকল্প দিয়ে কী হবে? বাংলার সরকার তো লড়াই করতে ব্যস্ত। বাজেটে রাজ্যের সঙ্গে যৌথ উদ্যোগে যে প্রকল্পটা ঘোষণা করা হল, সেই ধনধান্য কৃষি যোজনাই দেখবেন পশ্চিমবঙ্গে কার্যকরী হচ্ছে না। যারা মারামারি করে সব সময় তাদের আপনি প্রকল্প দিয়ে কী করবেন? উড়িষ্যায় এর আগে আমাদের বিরোধী দলের সরকার ছিল, কিন্তু উড়িষ্যা প্রকল্প পেয়েছে।’
সুকান্তবাবুর প্রশ্ন, ‘আমি বারবার পশ্চিমবঙ্গের শাসকদলকে বোঝানোর চেষ্টা করছি, আপনারা লড়াই করুন, মারামারি করুন, কিন্তু নির্বাচন পর্যন্ত। কিন্তু ভোট মিটে গেলে শুধু উন্নয়ন, উন্নয়ন আর উন্নয়ন। সেক্ষেত্রে আমরা - ওরা করা উচিত নয়। বিজেপি করে বলে আপনারা একটা ঘর দিচ্ছেন না আর আশা করছেন কেন্দ্র প্রকল্প দেবে আপনাদের?’
এদিন পেশ হওয়া সাধারণ বাজেটে পশ্চিমবঙ্গকে বঞ্চনা করা হয়েছে বলে ফের একবার সরব হয়েছে তৃণমূল। তৃণমূলের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বাংলার মানুষ যখন ওদের ১৮ জন সাংসদ পাঠিয়েছিল তখন ওরা কিছু দেয়নি। এবার ১২ জন সাংসদ পাঠিয়েছে তাতেও কিছু দেয়নি। এই বাজেট করা হয়েছে আসন্ন বিহার বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে। এভাবে বাজেটের মাধ্যমে নির্বাচনের বৈতরনী পেরনোর চেষ্টা ঠিক নয়।’