• এমনও হয়? চুরি করতে এসে ফেসওয়াশ নিয়ে পালাল চোর
    এই সময় | ০১ ফেব্রুয়ারি ২০২৫
  • তালা ভেঙে চুরি করতে এসে কে আবার ফেসওয়াশ নিয়ে পালায়? এমন চুরির ঘটনায় তাজ্জব ভদ্রেশ্বরের কবিরাজ পরিবার। যাঁর ফেসওয়াশ, সেই সঙ্গীতা কবিরাজের বক্তব্য, ‘সামনে পাই এক বার। ওর ধোলাই হবে।’

    ভদ্রেশ্বর লিচুবাগানের আরবি অ্যাভিনিউয়ের বাসিন্দা সঙ্গীতা কবিরাজ, তাঁর স্বামী রাহুল কবিরাজ, শ্বশুর শ্যামাপ্রসাদ কবিরাজ বেশ কয়েক জন পরিচিতর সঙ্গে কুম্ভমেলায় গিয়েছিলেন। গত ২৫ জানুয়ারি গাড়ি ভাড়া করে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভে যান তাঁরা। মৌনী অমাবস্যায় পুণ্যস্নান সেরে শনিবার বাড়িতে ফেরেন।

    বাড়িতে ফিরে তাঁদের চোখ কপালে ওঠার জোগাড়। দেখেন, বাড়ির সব তালা ভাঙা। ঘরে জিনিসপত্র ছড়ানো ছেটানো। আলমারির দরজা হাট করে খোলা। সঙ্গীতা জানান, তাঁর খুব প্রিয় দু’টো হাত ঘড়ি, মঙ্গলসূত্র, মুক্তোর হার, ক্যামেরা, নগদ টাকা উধাও।

    সঙ্গীতার কথায়, ‘ফেসওয়াশ, ক্রিমও নিয়ে গিয়েছে। এমন ছিঁচকে চোরের কথা কখনও শুনিনি। ধরতে পারলে খুব পেটাব।’ সঙ্গীতাদের এক প্রতিবেশী পিয়ালি ভট্টাচার্য জানান, শুক্রবার রাত তখন প্রায় সাড়ে ১২টা-১টা। এক দল কুকুর তারস্বরে চিৎকার করছিল। কুকুরের চিৎকার রোজকার ঘটনা বলে, তাঁরা কেউ বিছানা ছেড়ে ওঠেননি। সকালে উঠে শোনেন ঘরের তালা ভাঙা, চোর এসে সব চুরি করে নিয়ে পালিয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে ভদ্রেশ্বর থানার পুলিশ তদন্ত শুরু করেছে।

  • Link to this news (এই সময়)