• বস্তা খুলতেই চক্ষু চড়কগাছ! খড়্গপুর স্টেশনে ৩০টি কচ্ছপ-সহ ধৃত ১
    এই সময় | ০১ ফেব্রুয়ারি ২০২৫
  • ট্রেনে কচ্ছপ পাচারের ছক বানচাল। শনিবার খড়্গপুর স্টেশনে ৩০টি কচ্ছপ-সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে রেল পুলিশ।

    পুলিশ সূত্রে খবর, শনিবার সকাল ১০টা ৫ মিনিটে খড়্গপুর স্টেশনের ৫নং প্ল্যাটফর্মে ঢোকে বাঘাযতীন এক্সপ্রেস। ট্রেন ওডিশা থেকে আসছিল। দু’টি বস্তা নিয়ে ট্রেন থেকে নামেন এক যাত্রী। তাঁর আচরণ, চলাফেরা দেখে সন্দেহ হয় কর্তব্যরত রেল পুলিশ কর্মীর। ওই ব্যক্তির কাছে থাকা দু’টি বস্তা খুলতেই চক্ষু চড়কগাছ পুলিশের। একে একে বেরিয়ে আসে ৩০টি কচ্ছপ। বন দপ্তর সূত্রে খবর, কচ্ছপগুলি ভারতীয় ফ্ল্যাপশেল প্রজাতির।

    খড়্গপুর রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, কচ্ছপ পাচারের চেষ্টার অভিযোগে বিমল শিট নামে ওই যাত্রীকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি বেলদার সালাজপুর এলাকায়। ওড়িশার জলেশ্বর থেকে তিনি ওই কচ্ছপগুলি নিয়ে আসছিলেন। খড়্গপুরের বিভিন্ন বাজারে এই কচ্ছপগুলি বিক্রির ছক ছিল।

    খড়্গপুর জিআরপি থানার ওসি প্রশান্ত কীর্তনিয়া জানান, কচ্ছপগুলি বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে।

    বন্যপ্রাণী গবেষক রাকেশ সিংহদেব বলেন, ‘উদ্ধার হওয়া এই কচ্ছপগুলি ভারতীয় ফ্ল্যাপশেল প্রজাতির কচ্ছপ বা তিলা কাছিম। এরা সাধারণত জলা জায়গায় থাকে। এরা ভারতীয় বন্যপ্রাণ সংরক্ষণ আইন ১৯৭২ অনুযায়ী তফসিলি-১ তালিকাভুক্ত বা বিপন্ন প্রজাতির প্রাণী। কচ্ছপ বা কাছিম ধরা কিংবা পাচার করা দণ্ডনীয় অপরাধ। একে ধরা বা মারার জন্য তিন থেকে সাত বছরের জেল বা জরিমানা অথবা দু’টিই হতে পারে!’

  • Link to this news (এই সময়)